২৯ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান সিউংসু হেলিকপ্টার যোগে জাপানে তাকেশিমা হিসেবে পরিচিত দকদো পরিদর্শন করেছেন এবং দকদোর সার্বভৌমত্ব রক্ষায় দক্ষিণ কোরিয়ার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ার তথ্য মাধ্যমের খবরে জানা গেছে, হান সিউংসু হচ্ছেন দকদোয় পৌঁছানো দক্ষিণ কোরিয়ার প্রথম প্রধানমন্ত্রী। দকদো রক্ষা নিরাপত্তা দলের প্রধান নর্থ কিয়ংসাং দোর রিপোর্ট শোনার পর তিনি দকদোয় 'দকদো দক্ষিণ কোরিয়ার ভূ-ভাগ' লেখা প্রস্তরফলক স্থাপন করেছেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া সরকার দৃঢ় ব্যবস্থা নিয়ে দকদোর সার্বভৌমত্ব রক্ষা করবে এবং সুদূর প্রসারী দৃষ্টিতে কৌশলগতভাবে দকদোর সার্বভৌমত্ব সমস্যা সমাধান করবে।
খোং চিয়া চিয়া
|