চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আর্থ-বাণিজ্যিক যোগাযোগের সোনালী সড়ক চীন-নেপাল সড়ক পাহাড়ী ধসের কারণে ৯০ ঘন্টা বিচ্ছিন্ন থাকার পর ২৮ জুলাই রাত ১০টায় পুনরায় চালু হয়েছে।
২৫ জুলাই ভোরে চীন-নেপাল সড়কে ব্যাপক পাহাড়ী ধস হয়েছিল। এটি হল ১৯৬৫ সালে চীন-নেপাল সড়কে সবচেয়ে বড় পাহাড় ধসের ঘটনা। চীন ২শো কর্মকর্তা ও সৈন্য পাঠিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে।
জানা গেছে, বর্তমানে চালু সড়কটি একটি অস্থায়ী পথ। এখনো পর্যন্ত কেবল ছোট গাড়ীগুলো এ সড়কে যাতায়াত করতে পারছে। বিশেষ কর্মীরা এ পথটি দিনরাত পর্যবেক্ষণে রাখছেন।
চীনের তিব্বত পরিবহন ব্যুরো উদ্ধার কার্যলয় প্রতিষ্ঠা করেছে। বর্ষাকাল শেষ হওয়ার পর সড়কের পুরোপুরি মেরামত কাজ শুরু হবে। মেরামত কাজ আগামী অক্টোবর মাসে শেষ হবে।
ছাই ইউয়ে
|