চীনের রেড ক্রস সোসাইটির মহা-পরিচালক পোং পেই ইউন ২৯ জুলাই বলেন, ২৭ জুলাই বিকেল ৬টা পর্যন্ত চীনের রেড ক্রস সোসাইটি ভূমিকম্প ত্রাণে ১৫.৮ বিলিয়ন রেনমিনপির দেশী-বিদেশী চাঁদা ও সমগ্রী পেয়েছে।
এদিন পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের রেড ক্রস সোসাইটির ভূমিকম্প ত্রাণ বিষয়ক অগ্রণী সংস্থা ও ব্যক্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পোং পেই ইউন বলেন, বর্তমান ইতোমধ্যেই সি ছুয়ান, কান সু, শ্যান সি, ইউন নান ও কুই চৌসহ ভূমিকম্প-কবলিত অঞ্চলকে দেয়া চাঁদা ও সামগ্রীর মূল্য মোট ৫০০ কোটি ইউয়ান রেনমিনপি।
এদিনের অনুষ্ঠানে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রেড ক্রস সোসাইটি, ম্যাকাও বিশেষ অঞ্চলের রেড ক্রস সোসাইটি এবং তাইওয়ান রেড ক্রস সংস্থাকে "ভূমিকম্প ত্রাণ ও উদ্ধার বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য পদক" দেয়া হয়। (লিলি)
|