২৯ জুলাই দ্য হিন্দু পত্রিকা সূত্রে জানা গেছে, ২৮ জুলাই ভারত এবং পাকিস্তানী বাহিনীর মধ্যে কাশ্মির নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষে মোট ৫ জন সৈন্য নিহত হয়েছে। এটি গত পাঁচ বছরের মধ্যে দু'দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ।
খবরে ভারতের সামরিক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলা হয়েছে, নী বাহিনী ভারতীয় বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় যোগাযোগ করেছিল। এরপর দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এবারের সংঘর্ষ হচ্ছে ২০০৩ সালের নভেম্বর মাসের পর কাশ্মির এলাকায় যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর দু'দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। (লিলি)
|