পেইচিং অলিম্পিক গ্রাম ২৭ জুলাই চালু হওয়ার পর বিভিন্ন দেশের ক্রীড়া প্রতিনিধি দল সেখানে পৌঁছতে শুরু করে । পেইচিং পৌঁছার পর ক্রীড়াবিদদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন প্রতিযোগিতার আগে শেষ পর্যায়ের অনুশীলনের জন্য বিভিন্ন ভেণুতে যাওয়া । পেইচিংয়ের বিভিন্ন স্থানের ত্রিশটিরও বেশি স্টেডিয়াম ও ভেণ্যুর অলিম্পিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে ।
২৭ জুলাই আমাদের সংবাদদাতা দেখেছেন , অলিম্পিক গেমসের জিমন্যাস্টিক্স স্টেডিয়ামে বিভিন্ন সরঞ্জাম পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে , কর্মী ও স্বেচ্ছাসেবকরা নিজ নিজ কর্মস্থলে হাজির হয়েছেন । গণ মাধ্যমগুলোর জন্য প্রয়োজনীয় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সরঞ্জাম চালু হয়েছে । চীনের জাতীয় স্টেডিয়ামের জিমন্যাস্টিক্স বিভাগের প্রধান ওয়াং থোং চিয়ে সি আর আইয়ের সংবাদদাতাকে বলেন , আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন চীনের জাতীয় স্টেডিয়ামের প্রস্তুতির উচ্চ মূল্যায়ন করেছে । তিনি আরো বলেন , পেইচিং অলিম্পিক গেমসের জিমন্যাস্টিক্সের সাজ সরঞ্জাম পরীক্ষা করে দেখার জন্য আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন পেইচিংয়ে একজন কর্মী পাঠিয়েছেন । এই কর্মী চীনের জাতীয় জিমন্যাস্টিক্স স্টেডিয়ামের সব সাজ সরঞ্জাম পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছেন । সরঞ্জাম পরীক্ষা আসলে আমাদের প্রস্তুতির শেষ কাজ। তাই এ কাজে আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের স্বীকৃতি পাওয়ার পর এ কথা বলা যায় যে , আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে । জাতীয় স্টেডিয়াম বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের অপেক্ষায় রয়েছে ।
জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্টের পাশে জাতীয় সাঁতার কেন্দ্র। তার আকার একটি নীল রংয়ের বক্সের মতো বলে সবাই তাকে ওয়াটার কিউবিক বলে । এ কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা ওয়াং ইয়েন অলিম্পিক গেমসের সাঁতার প্রতিযোগিতার জন্য এক বছর কাজ করেছেন । পেইচিং অলিম্পিক গেমস উদ্বোধনের প্রাক্কালে তিনি আমাদের সংবাদদাতাকে বলেন , ওয়াটার কিউবিকের কর্মী সংখ্যা দু শ' জনের মতো । বর্তমানে সব ধরনের প্রস্তুতির কাজ শেষ হয়েছে । আজ সন্ধ্যায় সাঁতারুরা এ স্টেডিয়ামে আসবেন ।
পেইচিং অলিম্পিক গেমসের বেশ কয়েকটি স্টেডিয়াম পেইচিংয়ের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত । যেমন গেমসের কুস্তি প্রতিযোগিতা চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে । এই স্টেডিয়ামে গত বছর বিশ্ব যুব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল । মা হোন ফেই এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র । তিনি অন্যান্য সহপাঠীর মতো সোত্সাহে অলিম্পিক গেমসের একজন স্বেচ্ছাসেবক হয়েছেন । অলিম্পিক গেমসের সময়ে তার দায়িত্ব হলো বিভিন্ন দেশের খেলোয়াড় , সাংবাদিক ও কর্মকর্তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা । তিনি বলেন , অলিম্পিক গেমসের কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন এসেছে । স্বেচ্ছাসেবকরা পরিসেবার কাজ করতে শুরু করেছেন । বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী গাড়িগুলোকে কড়া পরীক্ষা করা হচ্ছে । বিশ্ববিদ্যালয়ে আরো কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থ নেওয়া হচ্ছে । প্রস্তুতির সময় কর্মীদের ব্যবহার করা অস্থায়ী কার্ডগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে । কর্মী ও স্বেচ্ছাসেবকরা অলিম্পিক কমিটির দেওয়া কার্ড দিয়েই শুধু গেট দিয়ে ঢুকতে পারেন ।
পেইচিং অলিম্পিক গেমসের রোয়িং ও ক্যানু প্রতিযোগিতা উপকন্ঠের সুই ই জেলার অলিম্পিক ওয়াটার পার্কে অনুষ্ঠিত হবে । অলিম্পিক গেমস শুরু হওয়ার আগেই বেশ কয়েকটি দেশের ক্রীড়াবিদরা সেখানে ট্রেনিং করতে এসেছে । নিউজিল্যান্ডের কোচ ব্রেটস্মিথ বলেন , গত বছর বিশ্ব যুব চ্যাম্পিয়নশীপের সময় আমি এখানে এসেছিলাম । এবার আমি দ্বিতীয় বারের মতো এসেছি । এ পার্কের সরঞ্জাম খুব ভালো । এ পার্কে ক্রীড়াবিদদের চিকিত্সার জন্য ৬০জন চিকিত্সক পাঠানো হয়েছে ।
|