আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ২৮ জুলাই বলেছে, যুক্তরাষ্ট্রের গৌণ ঋণ সংকটের পর এক বছর পেরিয়ে যাওয়ার পরও বিশ্ব ব্যাংকিং বাজার এখনো দুর্বল ও সংকটের আশংকা রয়ে গেছে।
এদিন আইএমএফ প্রকাশিত স্থিতিশীল 'বিশ্ব ব্যাংকিং রিপোর্ট'-এ বলা হয়, বাসগৃহের দাম ও অর্থনীতি উন্নয়নের গতি অব্যাহতভাবে নিসম্মূখী। যুক্তরাষ্ট্রের ঋণ দানকারী বহু আর্থিক সংস্থার মানের অবণতি হচ্ছে। ব্যাংকিং বাজারে দিন দিন চাপ বেড়ে যাওয়ায় ব্যাংকিং খাতে অর্থ সংগ্রহ আরো কঠিন হয়ে উঠছে। এতে ব্যাংকিং খাতের সমন্বয় ও অর্থনীতির অন্যান্য ক্ষেত্রের সঙ্গে নেনদেনে নেতিবাচক প্রভাব পাওয়ার আশংকা বেড়ে গেছে।
রিপোর্টে আরো বলা হয়, নতুন বাজার অর্থনীতি এখনো ভালভাবেই ব্যাংকিং সংকট মোকাবিলা করছে। দীর্ঘ সংকটকালীন সময়, অর্থ সংগ্রহের পরিবেশের অবণতি ও মুদ্রাস্ফীতির চাপ দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাজার অর্থনীতি আরো নতুন চ্যালেন্ঞ্জের মুখে পড়ছে।
ছাই ইউয়ে
|