২৯ জুলাই চীনে নিযুক্ত রাশিয়ার মিনিস্টার আইগর মরগুলভ পেইচিং-এ বলেছেন, চীন, ভারত ও জাপানসহ বিভিন্ন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া । এর লক্ষ্য হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া, দূর প্রাচ্য অঞ্চল এবং সারা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা।
তিনি বলেন, রাশিয়ার সর্বশেষ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা আগামী ৮ বছরে রাশিয়ার নতুন পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য হবে।
তিনি আরো বলেন, গত ৮ বছরে আন্তর্জাতিক পরিস্থিতির বিরাট পরিবর্তন হয়েছে। নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সমস্যায় আঞ্চলিকায়ন এমনকি বিশ্বায়নের প্রবণতা দেখা দিয়েছে। রাশিয়া নিকটবর্তী দেশগুলোর সঙ্গে সমতা ভিত্তিক, পারস্পরিক সম্মান ও পারস্পরিক কল্যামূলক সহযোগিতার ভিত্তি হিসেবে সুপ্রতিবেশীসূলভ বন্ধুপ্রতীম সম্পর্ক প্রতিষ্ঠা, অস্থিতিশীল উপাদান দূর করা এবং যৌথভাবে আঞ্চলিক দ্বন্দ্ব ও সংঘাত প্রতিরোধ ও সমাধান করতে চায়।
খোং চিয়া চিয়া
|