পেইচিং অলিম্পিক গেমসের আসন্ন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ২৮ জুলাই জাতিসংঘ মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে সারা বিশ্বের প্রতি " অলিম্পিক যুদ্ধবিরতির" আহ্বান জানিয়েছেন। তিনি সে সময় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে বৈরী তত্পরতা বন্ধ রাখার জন্য বলেছেন।
বান কি মুন বলেন, শুধু পেইচিং অলিম্পিক গেমসের সময়ে " অলিম্পিক যুদ্ধবিরতি" বজায় রাখলে গুলি বিনিময়ে দু'পক্ষের বিশাল ক্ষতি সম্পর্কে সংঘর্ষরত পক্ষগুলো পুনরায় বিবেচনা করার সুযোগ পাবে। একই সঙ্গে বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপের পরিবেশ সৃষ্টি হবে ,যা সংঘাতপূর্ণ অঞ্চলের জনগণকে সাহায্য করার জন্য সহায়ক হবে।
তিনি বলেন," অলিম্পিক যুদ্ধবিরতি" বিশ্বের সামনে প্রমাণ করতে পারবে যে, গুলি বিনিময়রত দু'পক্ষ পরস্পরের প্রতি সম্মান দেখতে পারলে সবচে' গুরুতর সংকট সমাধানের জন্য শান্তি বাস্তবায়নও তারা করতে পারবে।--ওয়াং হাইমান
|