আজ থেকে ১০ দিনের পর পেইচিং অলিম্পিক গেমস আসবে। সবুজ অলিম্পিক, বৈজ্ঞানিক অলিম্পিক এবং মানবিকতাসম্পন্ন অলিম্পিক ধারণা অলিম্পিক স্বপ্নের পেইচিং সংস্করণ আঁকড়া ধরেছে। ২৯ জুলাই " পিপলস ডেইলি পত্রিকা" প্রকাশিত একটি স্বাক্ষরযুক্ত প্রবন্ধে এ কথা বলা হয়।
প্রবন্ধ বলেছে, এ তিনটি ধারণা অলিম্পিক গেমসের " শান্তি, মৈত্রী এবং অগ্রগতি" লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত। এটাও চলমান যুগের উন্নয়নের আহ্বানকে প্রতিফলিত হয়।
প্রবন্ধ বলেছে, এ তিনটি ধারণার উপস্থাপিত চীনের সংস্কার ও উন্মুক্ত হওয়ার ৩০ বছরে বাস্তব উন্নয়নের বেছে নেয়া, এটিও চীনের আধুনিক স্থাপনের মহাসফলের ফসল। এ তিনটি ধারণার নেতৃত্বে পেইচিং অলিম্পিক গেমসের ৭ বছরের প্রস্তুতি নেয়ায় অলিম্পিক সাফল চীনাদের ব্যাপক লাভবান। চীনা জনগণের জীবন যাত্রা গভীর পরিবর্তন করে যাচ্ছে।
প্রবন্ধ আরো বলেছে,চীনের আধুনিককরণ প্রক্রিয়ায় এ তিনটি ধারণা সমাজের জন্য ব্যাপক, সমন্বয় এবং অবিরাম উন্নয়নের মোনোভাব চালিকাশক্তি দিয়েছে। এটাও ৭ বছরের আগে আন্তর্জাতিক অলিম্পিক গেমসের সদস্যরা পেইচিংকে ২৯তম অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ বেছে নেয়ার সময় কেন এতো আস্থাবাদ ব্যক্ত করেছেন যে " বিশ্বের এক পঞ্চমাংশ লোকসংখ্যা অধ্যূষিত দেশে অলিম্পিক গেমস আয়োজন করা হবে একটি মহাসম্মিলনী"-এর কথা।--ওয়াং হাইমান
|