সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বৈদেশিক চুক্তি প্রকল্প সংক্রান্ত রাষ্ট্রীয় পরিষদের আদেশে স্বাক্ষর করেছেন। চীন সরকারের " বৈদেশিক চুক্তি প্রকল্পের প্রশাসনিক নিয়মবিধি " সম্প্রতি প্রকাশিত হয়েছে। " পিপলস ডেইলি পত্রিকার বৈদেশিক সংস্করণ" সূত্রে এ খবর জানা গেছে।
নিয়মবিধিতে জোর দিয়ে বলা হয়েছে, বৈদেশিক চুক্তি প্রকল্পের উচিত্ দেশের স্বার্থ ও সামাজিক গণ-স্বার্থ রক্ষায় বিদেশে কর্মরত কর্মীদের বৈধ অধিকার সুনিশ্চিত করা। একই সঙ্গে এই প্রকল্পের আওতাধীন দেশ অথবা অঞ্চলের আইন মেনে চলা , স্থানীয় রীতি-নীতি সম্মান করা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দেয়া ।এতে স্থানীয় আর্থ সামাজিক উন্নয়ন এগিয়ে নেয়া সম্ভব হবে।
২০০৮ সালের ১ সেপ্টেম্বর থেকে এ নিয়ম-বিবিধ চালু হবে।--ওয়াং হাইমান
|