
২৯ জুলাই চীনের মধ্যাঞ্চল হে পেই প্রদেশে তিনদিনব্যাপী পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু হয়েছে। এদিন হে পেই প্রদেশের রাজধানি শি চিয়া চুয়াংয়ে মশাল হস্তান্তর হয়েছে।
সকাল ৮'টায় শি চিয়া চুয়াং শহরের সি পাই পো স্মৃতি মিলনায়তন মহাচত্বর থেকে মশাল হস্তান্তর শুরু হয়। প্রথম মশালবাহক ছিলেন চীনের বিখ্যাত গোলক নিক্ষেপকারী এবং চীনের জাতীয় নারী গোলক নিক্ষেপ দলের প্রধান কোচ লি মেই সু। ১৮৮জন মশালবাহকের হাতঘুরে চূড়ান্ত স্থান-- হে পেই ক্রীড়া স্টেডিয়ামেগিয়ে মশাল হস্তান্তর শেষ হয়। এর মোট দৈর্ঘ্য ছিল ৯.৩ কিলোমিটার। চূড়ান্ত মশালবাহক ছিলেন ২০০০ সালের সিডনি অলিম্পিক গেমসের পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন ছাই ইয়া লিন।
২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত চীনের হে পেই প্রদেশের শি চিয়া চুয়াং , ছিন হুয়াং তাও এবং থাং শান শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের কথা।--ওয়াং হাইমান
|