২৭ জুলাই সন্ধ্যায় তুরস্কের বৃহত্তম বন্দর শহর ইস্তাম্বুলে দুটি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক।
ইস্তাম্বুলে গুংগরেন অঞ্চলের একটি ব্যস্ত পায়ে হাঁটার রাস্তায় এ দু'টি বিস্ফোরন ঘটে। এ সময় অনেক মানুষ রাস্তার পাশে বসছিলেন অথবা হাঁটাহাঁটি করছিলেন। প্রথম বোমাটি বিস্ফোরিত হওয়ার পর বহু মানুষ যখন ভিড় করে ঘটনাস্থল দেখছিলেন তখনই দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।এই বিস্ফোনণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিত্সা করার জন্য পাঠানো হয়েছে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
বোমা হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ইস্তাম্বুল প্রদেশের গর্ভনর মুয়াম্মের গুলার বলেন,এটি একটি সন্ত্রাসী হামলা।সন্ত্রাসীরা দুটি বোমা ডাস্টবিনে পেতে রেখে একটির পর আরেকটি বিস্ফোরণ ঘটিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা করেছেন।তিনি বলেন,তুরস্কের শান্তি ও ঐক্য বিনষ্ট করার লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে।(শিয়ে নান)
|