২৭ জুলাই চীনা গণ ব্যাংক সূত্রে জানা গেছে, চলিত বছরের শেষার্ধে চীনা গণ ব্যাংক অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা এবং পণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণকে বহুমুখী নিয়ন্ত্রণের প্রথম কর্তব্য হিসেবে নির্ধারণ করবে এবং অব্যাহতভাবে বহুমুখী আর্থিক নিয়ন্ত্রণ জোরদার ও উন্নয়ন করবে।
সম্প্রতি চীনা গণ ব্যাংকে অনুষ্ঠিত মধ্য পর্যায়ের সম্মেলন থেকে জানা গেছে, বর্তমান অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা এবং পণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা বহুমুখী নিয়ন্ত্রণের প্রথম কর্তব্য হিসেবে নির্ধারণ করার পাশাপাশি মুদ্রাস্ফীতি রোধকে গুরুত্বপূর্ণ স্থানে রাখার কথা বলা হয়েছে। অর্থনীতি ও আর্থিক বিষয়ের মধ্যে দ্বন্দ্ব ও সমস্যা সমাধান করতে হবে। মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর এবং বৈদেশিক অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত ও সমর্থন করতে হবে। (লিলি)
|