২৭ জুলাই মিশরের মেনা সংস্থার খবরে জানা গেছে, মিশরে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এদিন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ হোসনি মুবারকের সঙ্গে বৈঠকের পর তথ্য মাধ্যমকে বলেন, মিশরের মধ্যস্থতায় তিনি ফিলিস্তিনের অভ্যন্তরীণ সমঝোতা সংলাপ অনুষ্ঠানে রাজী হয়েছেন।
আব্বাস বলেন, ফিলিস্তিনে জাতীয় সমঝোতা বাস্তবায়নের জন্য মিশরের আমন্ত্রণে অনুষ্ঠেয় সংলাপে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সম্প্রদায়ের অংশ নেয়ার ব্যাপারে তিনি সম্মত।
হামাসের সঙ্গে সংলাপ প্রসঙ্গে আব্বাস বলেন, কোন পূর্বশর্ত নির্ধারিত হয়নি এবং পশ্চিমা দেশগুলো কখনো হস্তক্ষেপ এতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনী জনগণের স্বার্থ ব্যক্তি স্বার্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের অভ্যন্তরীণ সমঝোতা সংলাপে তিনি যে কোন বহিঃ শক্তিকে হস্তক্ষেপ করার অনুমোদন দেবেন না। (লিলি)
|