২৮ জুলাই ফিলিপাইনের গণমাধ্যমের খবরে জানা গেছে, ফিলিপাইন সরকারের সঙ্গে বিরোধী সংগঠন মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট বা এমআইএলএফ'এর বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দু'পক্ষের মধ্যে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সংঘর্ষ বন্ধে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট হার্মোজিনস এস্পারোন বলেন, ফিলিপাইন সরকার এমআইএলএফ'এর প্রতিনিধির সঙ্গে ২৭ জুলাই রাতে মালয়েশিয়ায় যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে। দু'পক্ষ আগামী মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মেদানে অঞ্চলে ঐতিহ্যগতভাবে মুসলিম ভূভাগের আওতা নিয়ে চুক্তি স্বাক্ষর করবে।
ফিলিপাইনের গণ মাধ্যম মনে করে, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মেদান অঞ্চলে কয়েক বছরের সশস্ত্র সংঘর্ষের অবসান ঘটার সম্ভাবনা আছে।
ছাই ইউয়ে
|