v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-28 15:57:54    
পেইচিং অলিম্পিক গেমস সফল আয়োজনের প্রতি আস্থাশীল দাতো সৈয়দ নুরুল বিন সৈয়দ কামরুল্জামান

cri
১৯৫৬ সাল মালয়েশিয়া প্রথম বারের মত মস্কো অলিম্পিক গেমসে অংশ নেয়। তখন থেকে মালয়েশিয়া কোনো অলিম্পিক গেমসের স্বর্ণপদক লাভ করে নি। পেইচিং অলিম্পিক গেমসে প্রথম স্বর্ণপদক লাভ করা হল মালয়েশিয়ার লক্ষ্য। মালয়েমিয়া অলিম্পিক ধারণা আরো দ্রুত, আরো উচ্চ ও আরো শক্তিশালী দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করতে থাকে।

চীনে মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো সৈয়দ নুরুল নোর্লজামান বিন সৈয়দ কামরুলজমান পেইচিং অলিম্পিক গেমসে মালয়েশিয়া স্বর্ণপদক লাভের ব্যাপারে দৃঢ় আস্থাশীল। তিনি বলেন, 'আমি মনে করি, ব্যাডমিনটনে আমাদের একটি স্বর্ণপদক লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া, আমাদের ফিল্ড হকিতে সাফল্য লাভের সামর্থ্যও রয়েছে।'

সত্যি মালয়েশিয়ার ক্রীড়াবিদ লি চংওয়েই পুরুষদের ব্যাডমিনটনে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন। পুরুষ দ্বৈতে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছেন মালয়েশিয়ার চং তান ফুক ও লি ওয়ান ওয়াহ এবং পঞ্চম স্থানে রয়েছেন কু কিয়েন কীত ও তান বুন হেয়ং। এছাড়াও উয়ং মেউ চন নারী এককে বিশ্ব তালিকার নবম স্থানে রয়েছেন। সেজন্য মালয়েশিয়ার এবারের অলিম্পিক গেমসের ব্যাডমিনটনে স্বর্ণপদক লাভের সম্ভাবনাম উজ্জ্বল।

সৈয়দ নুরুলজামান বলেন, তিনিও ব্যাডমিনটন খেলা পছন্দ করেন। তিনি আশা করেন, মালয়েশিয়া পেইচিং অলিম্পিক গেমসের ব্যাডমিনটনে এক ও দুইটি স্বর্ণপদক লাভ করবে। কিন্তু তিনি বলেন, যে ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অলিম্পিক ধারণা প্রচার করেন, তারই হবেন সত্যকারের জরী। তিনি আরো বলেন, 'আমাদের উচিত অলিম্পিক ধারণা প্রচার করা। অলিম্পিক ধারণা প্রচারের মাধ্যমে বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক আস্থা বাড়ানো যায়। এর ফলে আমাদের বিশ্ব আরো নিরাপদ ও স্থিতিশীল হবে।'

বিশ্বের সবচেয়ে উচ্চ পর্যায়ের ক্রীড়াবিদগণ পুনরায় পেইচিংয়ে মিলিত হবেন। ক্রীড়াবিদদেরকে উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা ও মহতী ক্রীড়া মনোভাব পরিদর্শনের প্ল্যাটফর্ম সরবরাহ করা হল প্রতি বারের অলিম্পিক গেমসের উদ্যোক্তা দেশের জন্য বিরাট চ্যালেন্ঞ্জ। সৈয়দ নুরুল জামান পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের প্রশংসা করেন। তিনি মনে করেন, পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজন অলিম্পিক ধারণা প্রচারের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরো বলেন, 'আমি পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের প্রশংসা করি। সবগুলো স্টেডিয়ামের নির্মাণ সময়মত কাজ সম্পন্ন হয়েছে। অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজও একটানা চলছে। আমি বিশ্বাস করি, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রচেষ্টায় এবারে সফল অলিম্পিক গেমস আয়োজিত হবে।'

চীন অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হিসেবে নির্ধারিত হওয়ার পর চীনের বিভিন্ন মহল এবারের সফল অলিম্পিক গেমস আয়োজনের চেষ্টা করে যাচ্ছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির প্রচেষ্টা ও চীনা জনগণের সমর্থনে পেইচিংয়ের বিরাট পরিবর্তন হয়েছে। কিন্তু কোনো কোনো ব্যক্তি এসব পরিবর্তন ছাড়া খাদ্যের নিরাপত্তা ও জলবায়ুর মানের অজুহাতে পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণের বিষয়টি নাকচ করেছে। চীনে তিন বছর মালয়েশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সৈয়দ নুরুলজামান বলেন, 'এ তিন বছরে পেইচিংয়ের শুধু যে পরিবহন ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে তা নয়, বরং পরিবেশের মানও উন্নত হয়েছে। পেইচিং এখন আরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আমি মনে করি, অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে পেইচিংয়ের পরিবেশ ও কাজের ক্ষেত্রের আরো বেশি অগ্রগতি হবে।'

সৈয়দ নুরুলজামান ৮ আগষ্ট পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশায় রয়েছেন। প্রতি বারই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হল উদ্যোক্তা দেশের বৈশিষ্ট্যময় সংস্কৃতি, উদ্ভাবন ও নবায়ান এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শন। তিনি চীনের সুদীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতিতে আগ্রহী। সেজন্য তাঁর পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রতি বেশি প্রত্যাশা রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি আশা করি পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বিভিন্ন জাতির ঐতিহ্যিক সংস্কৃতির প্রদর্শন দেখতে পারবো। পাশাপাশি আমি আশা করি প্রাচীন কাল থেকে এখনকার আধুনিক উন্নয়ন পর্যন্ত চীনের উন্নয়নের ইতিহাসের প্রদর্শন দেখতে চাই।'

সৈয়দ নুরুলজামান মালয়েশিয়ার সংস্কৃতির জন্য গর্ব অনুভব করেন। তিনি মনে করি, অলিম্পিক গেমসের সময় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদ, দর্শক ও পর্যটক পেইচিংয়ে মিলিত হবেন। তখন শুধু যে বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্রীড়া ক্ষেত্রের সাফল্য প্রদর্শন করা হবে তা নয়, বরং বিভিন্ন সংস্কৃতির বিনিময় ও যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, 'অলিম্পিক গেমসের সময় মালয়েশিয়ার প্রতিনিধি দল অন্যান্য দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদদের সঙ্গে অলিম্পিক গ্রামে থাকবেন। এতে মালয়েশিয়ার ক্রীড়াবিদরা বিশ্বের বিভিন্ন স্থানের ক্রীড়াবিদদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্বের অন্যান্য স্থানের ক্রীড়াবিদদেরকে মালয়েশিয়ার সংস্কৃতি জানানোর সুযোগ সরবরাহ করা সম্ভব হবে।'

সর্বশেষে সৈয়দ নুরুলজামান পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

ছাই ইউয়ে