মিশরের মধ্য প্রাচ্য বার্তা সংস্থার খবরে জানা গেছে, মিশরে সফররত সুদানের ভাইস-প্রেসিডেণ্ট আলি ওসমান মোহমেদ তাহা ২৭ জুলাই বলেছেন,সুদান সরকার রাজনৈতিক পদ্ধতিতে দারফুর সমস্যা সমাধানকে সমর্থন করেন।
একই দিন মিশরের প্রেসিডেণ্ট মোহাম্মদ হোসনি মুবারকের সঙ্গে বৈঠকে তিনি সুদানের প্রেসিডেণ্ট ওমর হাসান আদমেদ আল-বশিরের একটি চিঠি হস্তান্তর করেন। এ চিঠিতে বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের কৌসুনির আনার অভিযোগের পর সুদান পরিস্থিতির অবনতির বিবরণ তুলে ধরা হয়েছে।
বৈঠকের পর তাহা বলেন, মুবারক সুদানের প্রেসিডেণ্ট ও জনগণকে নিরশর্ত সমর্থন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। (ওয়াং তান হোং)
|