পিপলস ডেইলি পত্রিকার খবরে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে চীনের আমদানী ও রপ্তানির পরিমাণ ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। গত বছরের তুলনায় যা ২.৪ শতাংশ বেশী। উদ্বৃত্তি ১১.৮ শতাংশ অবনতি হয়েছে। বাণিজ্যিক সাম্যহীতনা উন্নত হয়েছে।
প্রথমার্ধে উন্নয়নশীল দেশগুলোর বাজার উন্মুক্ত করার মধ্য দিয়ে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো কিছু মাত্রায় মার্কিন ও ইউরোপীয় বাজারের অবজতির ক্ষতি কাটিয়ে উঠেছে। ব্রাজিল, ভারত, রাশিয়া ও আসিয়ানসহ বিভিন্ন নতুন বাজারের প্রতি চীনের রপ্তানি পৃথক পৃথকভাবে বেড়েছে ৮৬, ৫৩, ৩২ ও ৩০ শতাংশ।
এছাড়া আমদানী শুল্ক খর্ব এবং আমদানী সুবিধাকরণের মাত্রা উন্নতসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। মাত্রাতিরিক্ত বাণিজ্যিক অনুকূল সমতা দ্বন্দ্ব কার্যকরভাবে প্রশমিত করা হয়েছে।
খোং চিয়া চিয়া
|