সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি পেইচিংয়ে নির্দলীয় ব্যক্তিদের একটি আলোচনা সভা আয়োজন করে। সভায় বিভিন্ন গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটি, জাতীয় শিল্প ও বাণিজ্য ফেডারেশনের নেতা এবং নির্দলীয় ব্যক্তিদের অর্থনীতি সম্পর্কিত মতামত ও প্রস্তাব শোনা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন এবং এ বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক কাজের ওপর ছয়টি দাবি পেশ করেছেন।
হু চিন থাও যে ছটি দাবি পেশ করেছেন, সেগুলো হচ্ছে, অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন অব্যাহত রাখা। কার্যকরভাবে পণ্যর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। প্রায়োগিকভাবে কৃষি উত্পাদন করা। অর্থনৈতিক বিকাশ পদ্ধতির রূপান্তর ত্বরান্বিত করা। অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ ত্বরান্বিত করা এবং জনসাধারণের জীবনযাপনের নিশ্চয়তাবিধান কাজ ভালোভাবে করা।
তা ছাড়া, আলোচনা সভায় প্রতিনিধিরা সামষ্টিক নিয়ন্ত্রণ, পণ্যের মূল্য বৃদ্ধি দমন, জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন হ্রাস ত্বরান্বিত, জনসাধারণের জীবনযাপনের ওপর নজর রাখা, ভূমিকম্প কবলিত অঞ্চলের পুনর্গঠন কাজ ভালোভাবে করাসহ নানা বিষয়ে মতামত ও প্রস্তাব দিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|