চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৬ জুলাই পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমস যাতে বৈশিষ্টপূর্ণ ও উচ্চ মানের একটি অলিম্পিম গেমস হিসেবে আয়োজিত হয় এবং বিশ্ব সম্প্রদায়কে দেওয়া চীনের প্রতিশ্রুতি বাস্তবে অনুসরণ করা হয় সে জন্য বতর্মানে অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতি কাজ পুংখানুপুংখভাবে চালানো উচিত।
এ দিন পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত চীনের কমিউনিষ্ট পার্টির পলিট ব্যুরো আয়োজিত একটি সভায় তিনি এ কথা বলেন। তিনি অলিম্পিক গেমস চলাকালে পরিচালনা ব্যবস্থা ও ভেন্যুগুলোর ব্যবস্থাপনা কাজ অব্যাহতভাবে সর্ম্পূণ করার এবং অলিম্পিক সংশ্লিষ্ট বৈদেশিক বিষয় ও সরবরাহ কাজ ভালভাবে মোকাবেলা নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি বলেন পেইচিং অলিম্পিক ও প্রতিবন্ধি অলিম্পিক গেমস চলাকালে প্রচার ও নিরাপত্তা কাজ ভালভাবে করতে হবে।
হু চিন থাও আরও বলেছেন, প্রতিবন্ধি অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতি কার্যকর করতে হবে। দু'টো অলিম্পিক গেমসই একই ভাবে সফল করার জন্য সমাজের বিভিন্ন মহলকে প্রতিবন্ধি অলিম্পিক গেমসের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো উচিত।
|