২৫ জুলাই বিশ্ব বাণিজ্য সংস্থা মুখপাত্র কিথ রকওয়েল বলেছেন, এ দিন বিকালে ডাব্লিউটিও'র ছোট আকারের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ক্ষুদ্র পরিসরের বৈঠকে উত্সাহব্যাঞ্জক কিছু অগ্রগতি হয়েছে। তবে এখনও মতভেদ থেকে যাওয়ার কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার ৩০টিরও বেশি প্রধান সদস্যদেশের প্রতিনিধিরা আগামী সপ্তাহে দোহা রাউণ্ডে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
কওয়েল বলেন, আলোচনায় অংশগ্রহণকারী প্রায় সবগুলো সদস্য দেশ আলোচনার ভিত্তি হিসেবে আপোস-সীমাংসার প্রতি অসন্তোষ ব্যক্ত করেছে। তবে কেউ আপোস-সীমাংসাকে প্রত্যাখ্যানও করে নি। সকল পক্ষই মনে করছে যে, চূড়ান্তভাবে একটি ভারসাম্যমূলক গুচ্ছ চুক্তিতে পৌঁছনো দরকার।
এ দিন ভোরে তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার ছোট আকারের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ক্ষুদ্র পরিসরের বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ 'সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে এবং কিছু 'উত্সাহব্যাঞ্জক প্রস্তাব' দিয়েছে।
খোং চিয়া চিয়া
|