|
|
 |
| (GMT+08:00)
2008-07-26 19:19:30
|
|
ন্যাটো সেনাদের গুলি ৪ জন আফগান নিহত
cri
|
আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা ও সহায়তা বাহিনী ২৬ জুলাই জানিয়েছে, সে দিন এই বাহিনীর সৈন্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে আদেশ অমান্যকারী একটি গাড়ির ওপর গুলি চালালে ৪র জন নিহত ও ৩জন আহত হয়। একটি বিবৃতিতে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশের সাংগিন অঞ্চলে এ ঘটনা ঘটে। তল্লাশি চৌকির দিকে ধেয়ে আসা একটি গাড়ি থামার সংকেত না মানায় সৈন্যরা প্রথমে আকাশের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ে। তারপরও গাড়িটি না থেমে এগিয়ে আসতে থাকলে আক্রমণের ভয়ে সৈন্যরা গাড়ির লক্ষ্য করে গুলি ছুড়তে বাধ্য হয়। বিবৃতিতে বলা হয়, এখন ন্যাটোর সেনা চিকিত্সা কর্মীরা আহতদেরকে জুরুরী চিকিত্সা দিচ্ছে।
|
|
|