এ বছরের প্রথম ছয় মাসে জাতীয় অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বজায় থাকার পাশাপাশি জ্বালানী সাশ্রয় ও নির্গমন কমানো ক্ষেত্রে অগ্রগতি হয়েছে । জি ডি পির প্রতি ইউনিট জ্বালানী ক্ষয় ও প্রধান দূষিত পদার্থের নির্গমন কমেছে ।
জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী এ বছরের জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত চীনে জিডিপি ইউনিট প্রতি জ্বালানী ক্ষয় কমেছে । বেশির ভাগ অঞ্চলের জ্বালানী ক্ষয় গত বছরের একই সময়ের চেয়ে কমেছে । এ বছরের প্রথম তিন মাসে জিডিপি ইউনিট প্রতি ক্ষয় ২.৬২ শতাংশ কমেছে , গত বছরের প্রথম তিন মাসে যা ছিল ১.৫৪ শতাংশ ।
এবছরের দ্বিতীয়ার্ধে অব্যাহতভাবে জ্বালানী ক্ষয় ও নির্গমন কমানোর জন্য চীন নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে । অতিরিক্তজ্বালানী ক্ষয় ও দুষিত গ্যাস নির্গমণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার কাজ জোরদার করা হবে এবং নবায়নযোগ্য অর্থনীতির উন্নয়ন তরান্বিত হবে।
|