চীন ও রাশিয়ার মধ্যে উপপ্রধানমন্ত্রী পর্যায়ের জ্বালানী শক্তি সংক্রান্ত বৈঠক ২৬ জুলাই পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ছি শান ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী শেসিং জ্বালানী সহযোগিতা নিয়ে মতবিনিময় করেছেন ।
বৈঠকে ওয়াং ছি সান বলেন , জ্বালানী সম্পদ ক্ষেত্রের সহযোগিতা চীন ও রাশিয়ার কৌশলগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ বিষয় । চীন আশা করে দু পক্ষের মিলিত চেষ্টায় জ্বালানী সম্পর্কিত বৈঠকের মাধ্যমে তেল , গ্যাস , পরমাণু শক্তি ও বিদ্যুত ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরো বাড়বে এবং দ্বিপক্ষীয় সস্পর্ক এক নতুন পর্যায়ে উন্নীত হবে। তিনি মনে করেন , প্রথম বৈঠক সফল হয়েছে ।
শিসিং বলেন , দুদেশের মধ্যে জ্বালানী ক্ষেত্রেরসহযোগিতা বাড়ানোর জন্য বৈঠক অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় । রাশিয়া চীনের সঙ্গে মিলে দু দেশের জ্বালানী সহযোগিতায় নতুন অগ্রগতির জন্য চেষ্টা করবে।
চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে দু দেশের মধ্যে উপপ্রধানমন্ত্রী পর্যায়ের জ্বালানী সংক্রান্ত বৈঠক শুরু করার সিদ্ধান্ত নেয়া হয় ।
|