১৫তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক ২৪ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। আসিয়ান আঞ্চলিক ফোরামের সকল অংশগ্রহণকারী দেশের পররাষ্ট্র মন্ত্রী বা প্রতিনিধি এবং আসিয়ান মহাসচিব সুরিন পিটসুয়ান বৈঠকে অংশ নেন।
এদিন সন্ধ্যায় ফোরামের চেয়ারম্যানের বিবৃতিতে বলা হয়, অংশগ্রহণকারীরা আসিয়ান আঞ্চলিক ফোরামের ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন । তারা আসিয়ান আঞ্চলিক ফোরামকে সামনে এগিয়ে নেয়ার মতো একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখাকে সমর্থন করেন এবং সকল অংশগ্রহণকারীকে ফোরামের উন্নয়নে অব্যাহত সহযোগিতা করার জন্য উত্সাহ দিয়েছেন।
এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি ফোরামের বৈঠকে বলেন, ১৫ বছরের উন্নয়নে আসিয়ান আঞ্চলিক ফোরাম সংলাপ ও সহযোগিতা ত্বরান্বিত এবং এ অঞ্চলের শান্তি রক্ষার একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। এটি এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি নতুন ধরণের আঞ্চলিক সহযোগিতার রূপ রেখা খুঁজে বের করার জন্য মূল্যবান অভিজ্ঞতা যুগিয়েছে।
তিনি বলেন, চীন আগের মত ভবিষ্যতেও সক্রিয়ভাবে পারস্পরিক আস্থা, কল্যাণ, সমতা এবং সমন্বয়ের নতুন নিরাপত্তা চেতনা বাস্তবায়ন করবে। শান্তি স্থিতিশীল, পারস্পরিক সমতাভিত্তিক আস্থা এবং সহযোগিতা ও উভয়ের কল্যাণ সংক্রান্ত আঞ্চলিক পরিবেশ সৃষ্টির জন্য নতুন অবদান রাখবে চীন। --ওয়াং হাইমান
|