v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-25 20:29:32    
চীনাদের কন্ঠে আমাদের বাংলা ভাষা সতিই খুব ভাল লাগে

cri

খুমিলা জেলার শ্রোতা নাজরুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, চীনাদের কন্ঠে আমাদের বাংলা ভাষা সতিই খুব ভাল লাগে। অনেক উচ্চারনে ক্রটি থাকলেও বাবৌ আবৌ বাংলা শুনতে সকলেরই ভাল লাগে। এ ছাড়া আপনাদের অনুষ্ঠানে আমরা টাটকা সংবাদ শুনতে পারি। তা ছাড়া সমসাময়িক ঘটনার পর্যালোচনা বিশ্লেষণ ও ম্যাজজিন অনুষ্ঠান পেয়ে থাকি যা আমাদের জীবনে এক নতুন মাত্রার যোগ করে দেয়।

প্রিয় বন্ধু , ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা । দীর্ঘকাল ধরে আপনার চিঠি পেয়ে থাকি। আমরা জানি আমাদের বাংলা উচ্চারনে অনেক ত্রুটি আছে। তবে বাংলা উচ্চারণ আরও ভাল করার জন্য আমরা খুব চেষ্টা করছি। ভবিষ্যতে আমাদের বাংলা উচ্চারণ আরও উন্নত হবে বলে আমরা আশা করছি।

সিরাজগঞ্জ জেলার শ্রোতা মো: আপেল মাহামোদ তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন নিয়মিত শ্রোতা। প্রায় প্রত্যেক দিন আপনাদের অনুষ্ঠান শুনি। আমরা কয়েক জন লোক এক সঙ্গে আপনাদের অনুষ্ঠান শুনি। শোনার পর আমরা অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করে থাকি। গত কয়েক মাস ধরে আমরা পরীক্ষায় ব্যস্ত থাকায় বলে আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারিনি বলে দু:খিত। তবে নিয়মিতভাবে আপনাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করেছি। সম্প্রতি অনুষ্ঠানের কিছু পরিবর্তন অত্যন্ত আকর্ষনীয় হয়েছে। খবরের মানও কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আগের চেয়ে বেশী করে বিশ্বের নানা ঘটনা অতি দ্রুত ও নিরপেক্ষভাবে পাছি। আমি দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি। গত কয়েক মাস ধরে আমি আপনাদের কাছ থেকে অনুষ্ঠান সুচী পাইনি। আশা করি, আমাদের ক্লাবে কিছু অনুষ্ঠান সূচী পাঠাবেন।

প্রিয় বন্ধু, ধন্যবাদ আপনি আমাদের চিঠি লেখার জন্য এবং মনখোলা কথা বলার জন্য। আমরা এখন নতুন অনুষ্ঠান সূচী তৈরী করছি। কিছু দিন পর আমরা এই নতুন অনুষ্ঠান সূচী আপনার ক্লাবে পাঠাবো। আমাদের বাংলা অনুষ্ঠান উন্নত করার জন্যে আপনাদের ভাল ভাল পরামর্শ দরকার। অবশ্যই আমরা অনুষ্ঠান আরও সুন্দর করার জন্যে যথাসাধ্য চেষ্টা করবো। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত ও প্রস্তাব থাকলে আমাদের বলতে ইতস্তত: করবেন না।

এখন একটি বাংলা গান শুনবেন

কুষ্টিয়া জেলার শ্রোতা মো: মোখালেছুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, নানা সমস্যা আর ব্যস্ততার কারণে আমরা বেশ কিছু দিন আপনাদের কাছে চিঠি লিখতে পারি না। এই জন্য সত্যিই আমরা দু:খিত। তবে নিয়মিত চিঠিপত্র লিখতে না পারলেও আমরা কিন্তু আপনাদের প্রচারিত ও পরিবেশিত অনুষ্ঠানমালা নিয়মিত শুনে থাকি। বতর্মানে আমাদের ক্লাবে মোট ১৫০ জন সদস্য আছে। আমরা সবাই আপনাদের অনুষ্ঠান শুনতে আগ্রহী। আমরা আপনাদের আয়োজিত জ্ঞান যাচাই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেই। আশা করি , এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় আমরা ভাল ভাল পুরস্কার পাবো।

প্রিয় শ্রোতা বন্ধু, আপনি এত মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। দীর্ঘকাল ধনে আমাদের বাংলা অনুষ্ঠান শুনে এসেছেন। আপনার কাছ থেকে আমরা অনেক চিঠিপত্র পেয়েছি। আশা করি আপনি আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

অবশেষে একটি বাংলা গান শুনবেন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের প্রত্যেক রবিবারের বিশেষ অনুষ্ঠান " শ্রোতা সন্ধ্যা"। শ্রোতা সন্ধ্যা আপনাদের নিজস্ব সংবাদদাতা । আশা করি নিয়মিত আমাদের এই অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে ও সি আর আই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানতে ভুলবে না। আমাদের সঙ্গে অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ্য থাকুন , আগামী সপ্তাহে আবার কথা হবে।