v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-25 19:58:56    
বিশ্বসংবাদ মাধ্যমগুলোর প্রতি পেইচিংয়ের খোলা মনের অভ্যর্থন

cri

    ১০ জুলাই যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাত্কারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রোগ বলেছিলেন , চীন সরকার সর্বোচ্চমাত্রায় বিভিন্ন গণ মাধ্যমকে তথ্য পাঠানোর স্বাধীনতা দেবে । আমি বিশ্বাস করি , তারা যে কথা দিয়েছে এবং যে ব্যবস্থা নিচ্ছে সেটা চীনদেশে আগে কখনো হয়নি ।

    বৃটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিফফ্রি হাওয়ে ১৬ জুলাই " ফিনান্সিয়াল টাইমস" পত্রিকায় প্রকাশিত " চীনের অগ্রগতি হচ্ছে" শিরোনামে একটি প্রবন্ধে বলেছেন ,চীন সত্যিই আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করে চীনদেশে বিদেশী সাংবাদিকদের সীমিত তথ্য সংগ্রহের নীতি বাতিল করেছে ।

    এক পরিসংখ্যান অনুযায়ী পেইচিং অলিম্পিক গেমস চলাকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার নিবন্ধিত সাংবাদিক ও অ-নিবন্ধিত সাংবাদিক পেইচিংয়ে জড় হবেন । অলিম্পিক গেমসের মাধ্যম সেবামূলক কাজ ব্যাপকভাবে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে । পেইচিং সক্রিয় ও খোলা মন নিয়ে বিশ্বের সংবাদমাধ্যমগুলোকে স্বাগত জানাচ্ছে ।

    ২০০৭ সালের পয়লা জানুয়ারী যখন পেইচিং অলিম্পিক গেমস শুরু হতে আরও দেড় বছর বাকি তখন চীন সরকার " পেইচিং অলিম্পিক গেমস ও তার প্রস্তুতির সময়ে চীনে বিদেশী সাংবাদিকের তথ্য সংগ্রহের নিয়ম" জানিয়ে দিয়েছে । চীনে বিদেশী সাংবাদিকদের খবর সংগ্রহসম্পর্কে যে নিয়ম আগে চালু ছিল তা বাতিল করা হয়েছে । নতুন নিয়মের ষষ্ঠ ধারা অনুযায়ী বিদেশী সংবাদদাতারা যে ইউনিট বা ব্যক্তির সাক্ষাত্কার নিতে চান তা নিতে পারবেন ।

    এ সম্পর্কে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রিউ চিয়েনছাও জোর দিয়ে বলেন , যাতে সকল বিদেশী সংবাদদাতা আরও বেশি সুযোগসুবিধা পান তার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা চালাব । এটা আমাদের দৃঢ়সংকল্প এবং সবার প্রত্যাশাবলে আমি বিশ্বাস করি ।

   ২০০৮ সালের ৮ জুলাই যখন পেইচিং অলিম্পিক গেমস হতে আরও এক মাস বাকি তখন পেইচিং অলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্র, আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র এবং অনিবন্ধিত সাংবাদিকদের জন্য পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচিং অলিম্পিক গেমস সমন্বয় কমিটির চেয়ারম্যান হেইন ভারব্রুগেন বলেন , কেন্দ্রটি সংবাদদাতাদের আরামদায়ক ও উষ্ণ বাড়িতে পরিণত হয়েছে । তিনি বলেন , প্রধান তথ্য কেন্দ্র শুধু সাংবাদিকদের কর্মস্থান তা নয় , সেটা তাদের দ্বিতীয় বাড়িও । আমাদের সংগঠকদের ধন্যবাদ জানানো উচিত যে , তারা সাংবাদিকদের জন্যপ্রয়োজনীয় সব ব্যবস্থা রেখেছেন এবং সাফল্যের সঙ্গে কেন্দ্রটিকে পরবর্তী কয়েক সপ্তাহে বিশ্ব মাধ্যমগুলোর একটি বাসভবনে পরিণত করেছে ।

    পেইচিং অলিম্পিক গেমসের সংবাদমাধ্যমগুলোর কাজে যে সাফল্য অর্জিত হয়েছে তা চীন সরকার ও পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির অত্যন্ত গুরুত্ব দেওয়ার ফল। অলিম্পিক গেমসের প্রস্তুতি নেওয়ার প্রথম দিকে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সদ্ব্যবহারকরার ধারণার কথা উল্লেখ করে । কমিটির চেয়ারম্যান লিউ ছি একাধিকবার বলেছিলেন , অলিম্পিক গেমসের সেবা কাজের লক্ষ্য হওয়া উচিত সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সদ্ব্যবহার করা এবং বিশ্বের কাছে ভালভাবে অলিম্পিক সম্প্রচারে বিভিন্ন দেশের সাংবাদিকদের জন্য সুবিধা জনক পরিবেশ তৈরী করা ।

    চীনের যুব রাজনীতি ইনস্টিটিউটের তথ্য বিভাগের প্রফেসর চান চিয়াং মনে করেন , পেইচিং যে উন্মুক্তকরণের মনোভাব নিয়ে বিশ্বের সাংবাদিকদের স্বাগত জানাচ্ছে তা চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে বৈদেশিক যোগাযোগ ও সংবাদমাধ্যম পরিচালনার ক্ষেত্রে একটি অনিবার্য পরিণাম । এতে চীনের উন্মুক্তকরণ ও উন্নয়নের নতুন প্রক্রিয়া প্রতিফলিত হয়েছে ।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাবেক চেয়ারম্যান সামারাঞ্চ বলেছিলেন , সংবাদমাধ্যম অলিম্পিক গেমসের চূড়ান্ত বিচারক । সংবাদমাধ্যমগুলো চীনের পরিবর্তনের প্রত্যক্ষদর্শী হবে । পেইচিং অলিম্পক গেমস বিশ্ব কর্তৃকচীনকে জানা ও বোঝার একটি গুরুত্বপূর্ণ জানালা । চান চিয়াং মনে করেন , অলিম্পিক গেমস চলাকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সম্পর্কে চীনের নীতি পরিবর্তনের ওপর সবাই বেশি গুরুত্ব দেয় । আমি বিশ্বাস করি , চীনের উন্মুক্তকরণ সর্বপ্রথমে আমাদের নিজের অভ্যন্তরীণপ্রয়োজন । আমরা বিশ্বাস করি , সরকার অলিম্পিক গেমসের সম্প্রচারের অভিজ্ঞতার সারসংকলন করবে এবং আরও খোলা মন নিয়ে সংবাদমাধ্যমগুলোকে ব্যবহার করবে । চুং শাওলি