 মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো ২৪ জুলাই স্বীকার করেছেন যে, সন্ত্রাস দমনের জন্য আগে বুশ সরকার পাকিস্তানকে যে ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দিয়ে ছিল। এখন পাকিস্তান এফ-১৬ জঙ্গী বিমান উন্নত করার কাজে তা ব্যবহার করবে।

২৪ জুলাই নিউইয়র্ক টাইমস পত্রিকা সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে কংগ্রেসের কাছে বুশ সরকার উত্থাপিত পরিকল্পনা অনুযায়ী, এ সাহায্যের অর্থ পাকিস্তানের সামুদ্রিক টহলজাহাজের সাজ-সরজ্ঞাম ও সশস্ত্র হেলিকপ্টার উন্নত বা মেরামত করা এবং দিকদর্শন সরঞ্জাম ক্রয়ের কাজে ব্যবহার করার কথা।

এখন বুশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এফ-১৬ জঙ্গী বিমানের ইলেকট্রনিক রাডার সরজ্ঞাম উন্নত করার কাজে পাকিস্তান এ অর্থ ব্যবহার করবে। যাতে এ জঙ্গী বিমানের সামরিক সামর্থ্য উন্নত করা যায়।

এদিন এক সংবাদ সম্মেলনে পেরিনো এ কথা স্বীকার করেন। তিনি বলেন, মার্কিন সরকার পাকিস্তানে এফ-১৬ জঙ্গী বিমান দিয়েছে। এ ধরণের জঙ্গী বিমান সন্ত্রাসদমনের জন্য কার্যকর । এসব জঙ্গী বিমান রক্ষণাবেক্ষণ করা দরকার। পাকিস্তানের যুক্তরাষ্ট্রের সাহায্য প্রয়োজন।(লিলু)
|