চীনের উপ-বাণিজ্য মন্ত্রী কাও হু ছেং ২৫ জুলাই বলেছেন, এ বছরে চীনের রপ্তানি স্থিতিশীলভাবে বাড়ছে।
হংকংয়ে অনুষ্ঠিত "চীনের ১০৪তম আমদানি -রপ্তানি পণ্য মেলা" বিষয়ক একটি সংবাদ সম্মেলনে কাও হু ছেং বলেন, এ বছর বহিঃর্বিশ্ব চাহিদা কমার কারণে চীনের রপ্তানির বৃদ্ধির গতি কমেছে। কিস্তু গত ৬ মাসে চীনের বানিজ্য বৃদ্ধির হার ২০ শতাংশ ছিল। এর মধ্য রপ্তানির বৃদ্ধি ২১.৯ শতাংশ, যার মোট পরিমাণ ৬৬০ বিলিয়ন মার্কিন ডলার। আমদানি বৃদ্ধির হার ৩০.৬ শতাংশ, মোট পরিমাণ ৫৬০ বিলিয়ন মার্কিন ডলার।
তিনি আরও বলেন, কিছু শ্রমঘন শিল্প, যেমন জুতা ও বস্ত্র রপ্তানি কমে গেছে। কিছু অতি দূষণকারী ও জ্বালানি ক্ষয়কারী পণ্য রপ্তানি অনেক কমে গেছে। এতে চীনের যামন্ত্রিক অর্থনীতি নিয়ন্ত্রণের নীতিতে সুফল পাওয়া গেছে।
|