চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর জাদুঘরের উপ-পরিচালক লি ইয়াও শেন ২৫ জুলাই পেইচিংয়ে বলেন, দুই থেকে তিন বছরের মধ্যে ১২ মে ওয়েনছুয়ান ভূমিকম্প স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হবে।
এ দিন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে লি ইয়াও শেন সংবাদদাতার প্রশ্নের উত্তরে বলেন, সিছুয়ান প্রাদেশিক সরকার ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগোত্তর পুনর্গঠন পরিকল্পনা গ্রুপের কাছে ভূমিকম্প স্মৃতি জাদুঘর নির্মাণের প্রস্তাব দাখিল করেছে। প্রস্তাব অনুযায়ী, ১২ মের ওয়েনছুয়ান ভূমিকম্পের স্মৃতি জাদুঘরের প্রধান প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রদর্শন, স্মরণ, সতর্কীকরণ, শিক্ষা, গবেষণা ও উন্নয়নসহ নানা বিষয়।
জানা গেছে, জাদুঘরে পেইছুয়ান ও ওয়েনছুয়ানের ইং সিউ জেলাসহ বিভিন্ন অঞ্চলের ভূমিকম্পের ধ্বংসাবশেষ ও নিহতদের স্মরণীয় নিদর্শন থাকবে। সম্ভবত নিহতদের ছবি, নাম ও বয়স সংবলিত একটি স্মৃতি নির্মিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|