v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-25 18:00:06    
সুবিধাজনক ও দ্রুত পেইচিং বিমানবন্দর

cri
পেইচিং ২০০৮ অলিম্পিক গেমস প্রায় চলে এসেছে। শ্রোতাবন্ধুরা, অলিম্পিক গেমস চলাকালে আপনি প্রতিযোগিতা দেখতে কিংবা ভ্রমনের জন্য বিমানে করে পেইচিং-এ আসলে প্রথমেই আপনাকে পা রাখতে হবে পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে। 'আজকের পেইচিং' অনুষ্ঠানে আমরা আপনাদেরকে রাজধানী বিমানবন্দরের সেবা ব্যবস্থা সম্পর্কে জানাবো। এতে আপনার ভ্রমন আরো সুবিধাজনক হবে।

বর্তমানে পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে মোট তিনটি টার্মিনাল ভবন আছে। রওয়ানা হওয়ার আগে, আপনি কোন এয়ার লাইনসে আসছেন তার ওপরে নির্ভর করবে। আপনার টার্মিনাল ভবন কোনটি হবে। এ ৩টি টার্মিনালের মধ্যে চলতি বছরে নির্মিত ৩নম্বর টার্মিনাল ভবনের আয়তন প্রায় ১০ লাখ বর্গমিটার। এটা হচ্ছে বর্তমানে বিশ্বের বৃহত্তম একক টার্মিনাল ভবন। টার্মিনাল ভবনটি রাজধানী বিমানবন্দরের ৬০শতাংশ যাত্রীস্রোত একাই বহন করে। এয়ার চাইনা, ইউনাইটেড এয়ার লাইনস, এস এ এস স্ক্যাডিনোর্ভয়ান এয়ার লাইনস ও জাপান এয়ার লাইনসসহ প্রায় ৩০টি দেশী-বিদেশী এয়ার লাইনসের ফ্লাইট ৩ নম্বর টার্মিনাল ভবন সংলগ্ন রানওয়ে থেকে উড্ডয়ন এবং অবতরণ করে।

টার্মিনাল ভবনটি অনেক বড় হলেও বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা শেষ করতে বেশ সময় লাগবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পর্যটক ড্রু মিলিগান বলেন,

লাগেজ হাতে পাওয়ার জন্য আমার বেশি ক্ষন অপেক্ষা করতে হয়নি। আমার কাছে এই বিমানবন্দরটি হচ্ছে সবচেয়ে বড় ও কার্যকর বিমানবন্দর।

ব্রিটেনের মি. জেসন ব্রাউনের অনুভূতি প্রায় একই। তিনি বলেন,

এখান থেকে বিদেশে যাওয়ার আনুষ্ঠানিকতা খুব জটিল নয়। আমার মাত্র ১০ মিনিট সময় লেগেছে।

যথাযথ বিন্যাস ও ব্যবস্থাপনা এবং ভালো সেবা ব্যবস্থা ৩ নম্বর টার্মিনাল ভবন সম্পর্কে দু'জন পর্যটকের মনে উঁচু ধারনার প্রধান কারণ। ৩ নম্বর টার্মিনাল ভবনে সি, ডি ও ই এই ৩টি অনুষ্ঠানিকতা এলাকা আছে। সি হচ্ছে চেক-ইন ও লাগেজ সংগ্রহ এলাকা। ডি হচ্ছে অলিম্পিক গেমস বা প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে ভাড়া করা বিমানগুলোর যাত্রী ব্যবস্থাপনা এলাকা। ই এলাকা আন্তর্জাতিক এবং হংকং, তাইওয়ান ও ম্যাকাওয়ের আগমন বহির্গমন ফ্লাইটের যাত্রী ব্যবস্থাপনার জন্য।

সংবাদদাতা দেখেছেন যে, ৩ নম্বর ভবনের প্রয়োজনীয় সকল জায়গায় চীনা ও ইংরেজী ভাষায় নির্দেশনা বোর্ড আছে। এছাড়া ভবনের ছাদের ইস্পাত পাইপ বসানো হয়েছে দক্ষিণ ও উত্তর মুখী করে। পর্যটকরা মাথার ওপরের ছাদের দিকে তাকালেই, সঠিকভাবে দিক নির্দেশ করতে পারবেন। বিমানবন্দরের প্রবেশদ্বার থেকে ওয়েটিং হলে যাওয়ার পথে বেশ কয়েকটি তথ্য কেন্দ্র আছে। সেখানকার কর্মীরা পর্যটকদের যে কোনো সমস্যায় এগিয়ে আসবেন। সব কর্মীই ভালো ইংরেজী বলতে পারেন।

উল্লেখযোগ্য লাগেজ ব্যবস্থাপনার গতি ও কার্যকারিতা বাড়ানোর জন্য ৩ নম্বর টার্মিনাল ভবনে বিকেবর সবচেয়ে উন্নত পরিবহণ ব্যবস্থা রাখা হয়েছে। এর গতি প্রতি সেকেন্ড ৭ মিটার এবং ঘন্টায় ২০ হাজার লাগেজ ব্যবস্থাপনা করা যায়। সুতরাং লাগেজ গাড়িতে করে বিমান থেকে কনভেয়ার বেল্টে পৌঁছার গড়পড়তা সময় হচ্ছে দেশী ফ্লাইটের জন্য ১০ মিনিট এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ২০ মিনিট।

এছাড়া ৩ নম্বর টার্মিনাল ভবনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে যাত্রীদের শ্রম সাশ্রয় হয়। বহির্গমন বা আগমনকারী যাত্রীদের জন্য শুধু এক বার তলা পরিবর্তন। যাত্রীদের লাগেজ নিয়ে বিমানবন্দরে হাঁটার কষ্ট লাঘব করার জন্য টার্মিনাল ভবনের স্বয়ংক্রিয় পথ ৪.৮ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া বিমানবন্দর প্রতিবন্ধী এবং মা ও শিশুর জন্য বিশেষ টয়লেট রাখা হয়েছে।

৩ নম্বর টার্মিনাল ভবনে পর্যটকদের খাওয়া ও কেনাকাটার জন্য ভালো ব্যবস্থা রয়েছে। টার্মিনাল ভবনে ৬০টিরও বেশি রেস্টুরেন্ট আছে। এখানে চীন ও পশ্চিম স্টাইলের খাবার ও ফাস্ট-ফুড থেকে শুরু করে, এশীয় খাবার ও মিস্টি পাওয়া যায়। বিভিন্ন দেশ ও অঞ্চলের পর্যটকদের পছন্দের প্রায় সব ধরনের খাবার পাওয়া যায়। ৩ নম্বর টার্মিনাল ভবনে মাদাম ইয়ুন থা না'র একটি দক্ষিণ কোরীয় খাবারের রেস্টুরেন্ট আছে। তিনি সংবাদদাতাকে জানিয়েছেন, তিনি আশা করেন, তার রেস্টুরেন্ট বিভিন্ন দেশের পর্যটকদের জন্য উচ্চ মানের সেবা দেবে।

পর্যটকদের অপেক্ষার সময় যাতে না বাড়ে সে জন্য আমরা প্রথমে তাদেরকে গম চা দেই। এগুলোর জন্যটাকা নেওয়া হয় না। পর্যটকরা পানিয় বা বিয়ার খেলে আমরা সঙ্গে বিনামূল্যে কিছু খাবার দেই। এছাড়া আমরা কিছু ম্যাগাজিন সরবরাহ করি। পর্যটকরা না খেলেও এখানে বসতে পারেন। আমরা আশা করি নিজেদের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রেতাদেরকে সুন্দর সময় এবং ভালো অনুভুতি দিতে পারবো।

এর পাশাপাশি ৩ নম্বর টার্মিনাল ভবনে আরো কয়েক ধরনের সেবা দেয়া হয়। এর মধ্যে রয়েছে বিদেশী মুদ্রা বিনিময়, হোটেল উপদেষ্টা, সময় বিশ্রাম ও সাইবার ক্যাফে।

বন্ধুরা, আপনার ফ্লাইট ১ বা ২ নম্বর টার্মিনাল ভবনে হলেও কোনো চিন্তা নেই। ৩ নম্বর টার্মিনাল ভবনের চেয়ে এই দুটি টার্মিনাল ভবন ছোট। তবে এখানকার বিভিন্ন ধরনের সেবা ও স্থাপনাও পূর্ণাঙ্গ। আপনি দ্রুত সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সেরে নিতে পারবেন।

১, ২ বা ৩ নম্বর টার্মিনাল ভবন থেকে গেলেও পর্যটকরা সাবওয়ে বা এক্সপ্রেস সড়কপথসহ বিভিন্ন দ্রুত ও সুবিধাজনক যানবাহনে বিমানবন্দরে পৌঁছাতে বা ত্যাগ করতে পারেন। বিমানবন্দর পর্যটকদের জন্য ৭টি বাস সার্ভিসও রয়েছে। বাসগুলো পেইচিংয়ের প্রধান সড়ক ধরে চলাচল করে। প্রতি ১৫ মিনিটে বিভিন্ন লাইনের বাস ছাড়ে। টিকিটের দাম ১৬ ইউয়ান। এছাড়া পর্যটকরা সাবওয়ে বা বিমানবন্দর এক্সপ্রেস এমনকি ট্যাক্সিতে করে যেতে পারেন। সব ব্যবস্থাই খুব সুবিধাজনক।

অনুমান করা হচ্ছে পেইচিং অলিম্পিক গেমস চলাকালে রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীস্রোত অনেক বাড়বে। সুতরাং বিমানবন্দর পক্ষ পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, আন্তর্জাতিক ফ্লাইটে বহির্গমনের আনুষ্ঠানিকতা ২০ মিনিটের মধ্যে সম্পন্ন করা হবে। নিরাপত্তা পরীক্ষার জন্য অপেক্ষার সময় ৮ মিনিটের মধ্যে। শুল্ক বিভাগে ৩ মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না। পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড কম্পানির জেনারেল ম্যানেজার তোং চি ই বলেন,

আমাদের অলিম্পিক প্রতিশ্রুতি সার্বিক। নিরাপত্তা পরীক্ষা, শুল্ক, ইমিগ্রেশন পরীক্ষা বা প্রাণী ও বৃক্ষ পরীক্ষা এমনকি বিভিন্ন এয়ার লাইন্স কম্পানির বিভিন্ন বিভাগের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আছে। ব্যক্তির প্রস্তুতি বা বিভিন্ন আগাম পরিকল্পনা প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে।

লক্ষণীয় অভ্যন্তরীণ চেক-ইন কাউন্টার বিমান ছাড়ার ৪৫ মিনিট আগে বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক চেক-ইন কাউন্টার বিমান ছাড়ার ৬০ মিনিট আগে বন্ধ হয়। পর্যটকদের এই সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা সারতে হবে। পাশাপাশি লাগেজ অতিরিক্ত তরল দ্রব্য বা সহজে দাহ্য বস্তু বা বিস্ফোরক পদার্থ কোনোভাবেই নেওয়া উচিত নয়।

শ্রোতাবন্ধুরা, যদি আপনি পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্ক আরো বেশি তথ্য জানতে চান, আপনি ফোন করতে পারবেন। তাদের ফোন নম্বর হচ্ছে ৮৬১০৬৪৫৪১১০০ বা ওয়াবসাইট www.bcia.com.cn গিয়ে আপনার ফ্লাইট তথ্য, আসা-যাওয়া প্রহরা, পথ বা পর্যটক সেবাসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করতে পারেন।