২৫ জুলাই পেইচিংয়ে পেইচিং অলিম্পিক গেমসের জন্য সদ্য গঠিত চীনের ক্রীড়া প্রতিনিধিদলের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর লিউ ইয়ান তুং সম্মেলনে উপস্থিত ছিলেন।
চীনা ক্রীড়া প্রতিনিধিদলটি ১ হাজার ৯৯ জন সদস্যকে নিয়ে গঠিত । এর মধ্যে খেলোয়াড় ৬৩৯ জন। তারা এবারের অলিম্পিক গেমসের ২৮টি ইভেন্টের সবগুলো প্রতিযোগিতায় অংশ নেবেন। এতে ডাইভার কুও চিং চিং , শ্যুটার থান জুং লিয়াং এবং পুরুষ বাস্কেটবলের খেলোয়াড় লি নান রয়েছেন। এ ৩জন পরপরই চতুর্থ বারের মতো অলিম্পিক গেমসে অংশ নিতে যাচ্ছেন । তাছাড়া, ৪৬৯জন খেলোয়াড় এবারই প্রথম অলিম্পিক গেমসে অংশ নেবেন।
চীনা ক্রীড়া প্রতিনিধিদলের প্রধান এবং চীনের রাষ্ট্রীয় ক্রীড়া ব্যুরোর মহাপরিচালক লিউ ফেং বলেন, চীনের ক্রীড়া মহল পেইচিং অলিম্পিক গেমসের জন্য বহু বছরের প্রস্তুতিমূলক কাজ শেষ করেছে। তারা নিশ্চয় সর্বাত্মক চেষ্টা করবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রতিনিধিদল বরাবরের নিয়ম কানুন মেনে চলে এবং নিষিদ্ধ উদ্দীপক ওষুধ গ্রহণের বিরোধিতা করে।--ওয়াং হাইমান
|