সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে,২৪ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ভাইস প্রেসিডন্ট ও সে দেশের পরমাণু জ্বালানি সংস্থার চেয়ারম্যান গোলাম রেজা আগাজাদেহ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার(আইএইএ) প্রধান মোহামেদ আল বারাদের সংগে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।
বৈঠক শেষে সাংবাদিকদেরকে আগাজাদেহ জানান,বৈঠকে গত কয়েক মাসের আলোচনা ও ইরান এবং আইএইএর সহযোগিতা নিয়ে দু পক্ষ আলোচনা করেছে।তা ছাড়া তারা আন্তরিকভাবে পরস্পরের আকাঙ্ক্ষা ও উদ্বেগ পর্যালোচনা করেছেন।তিনি আরো বলেন, ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত যুক্তরাষ্ট্র,রাশিয়া,চীন,বৃটেন,ফ্রান্স ও জার্মানী-এই ছ'দেশের পুনরায় আলোচনা করার প্রস্তাব ও ইরানের উথ্থাপিত প্যাকেজ প্রস্তাবকে একক পরিকল্পনায় পরিণত করার পদ্ধতি খুজেঁ বের করতে হবে।
আগাজাদেহ আরো জানান,ইরানের পরমাণু পরিকল্পনা সামরিক খাতে ব্যাবহার করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ যে অভিযোগ তুলেছে তা যুক্তিহীন। এ অভিযোগ যাচাই করা আইএইএর দায়িত্ব নয়।(শিয়ে নান)
|