পেইচিং অলিম্পিক গেমসের অলিম্পিক গ্রামের মুখপাত্র তেং ইয়া পিং ২৫ জুলাই পেইচিংয়ে বলেছেন , বর্তমানে অলিম্পিক গ্রাম সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে । আগামী ২৭ জুলাই এ গ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ।
অলিম্পিক গ্রাম হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়া খেলোয়াড় ও বিভিন্ন প্রতিনিধিদলের কর্মকর্তাদের থাকার জায়গা । তেং ইয়া পিং বলেন , পেইচিং অলিম্পিক গ্রামে ব্যাংক ও দোকানপাটের পাশাপাশি ওয়েবসাইট বার ও লোক হস্তশিল্পজাত পণ্য বিক্রির বিপণিও রাখা হয়েছে ।
খাদ্যবস্তু নিরাপত্তার ক্ষেত্রে অলিম্পিক গ্রামে বিশেষ সার্বক্ষণিক তত্ত্বাবধান ব্যবস্থা চালু হয় , যাতে খেলোয়াড় ও কর্মকর্তারা নিশ্চিন্তে নিরাপদ খাবার খেতে পারবেন । তাছাড়া অলিম্পিক গ্রামের ধর্মীয় পরিসেবা কেন্দ্রে খৃষ্টান , বৌদ্ধ , ইসলামী , ইহুদী ও হিন্দুসহ পাঁচটি ধর্মের প্রার্থনা স্থাপনা রাখা হয় । যাতে বিভিন্ন ধর্মে বিশ্বাসীরা এক সম্প্রীতিময় পরিবেশে সহাবস্থান করতে পারেন ।
তেং ইয়া পিং বলেন , ২০ জুলাই পেইচিং অলিম্পিক গ্রাম প্রাথমিক পর্যায়ে খোলার পর ৪৬টি প্রতিনিধিদলের অগ্রণী দলের প্রায় ১৫০জন মানুষ এ গ্রামে বসবাস করতে শুরু করেন । ২৭ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের ১৬ হাজার খেলোয়াড় ও কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর জন্যে অলিম্পিক গ্রামের উদ্বোধনী অনুষ্ঠান হবে ।
|