২৪ জুলাই শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শ্রীলংকা সরকারী বাহিনী এদিনের অভিযানে এল টি টি ই'র নিয়ন্ত্রিত প্রায় ১০ বর্গ কিলোমিটার ভূমি দখলমুক্ত করেছে এবং সংঘর্ষে কমপক্ষে এল টি টি ই'র ২৫ জন সদস্য নিহত হয়েছে।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, সকাল দীর্ঘ ক্ষণ তুমুল যুদ্ধের পর সরকারী বাহিনী উত্তর-পূর্বাঞ্চলের মুল্লাইতিভু অঞ্চলের ভাভুনিকুলাম হ্রদের কাছাকাছি এলাকাটির দখল নিয়েছে। এ সময় কমপক্ষে এল টি টি ই'র ২৫ জন সদস্য নিহত হয়েছেন। সরকারী বাহিনী এ পর্যন্ত এল টি টি ই'র ৭ জন সদস্যের মৃতদেহ খুঁজে পেয়েছে। (লিলি)
|