পিপলস ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে, এই বছর শুরু হওয়ার পর থেকে চীনের অর্থনৈতিক বৃদ্ধির মান ও ফলপ্রসূতা বাড়ছে। জানুয়ারী মাস থেকে মে মাস পর্যন্ত তেল প্রক্রিয়াজাতকরণ ও বিদ্যুত্ শিল্প ছাড়াও, অন্য ৩৭টি শিল্পে মুনাফা ৩৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথমার্ধে সারা দেশের আর্থিক আয় বৃদ্ধি ৩০ শতাংশেরও বেশি।
জাতীয় পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা গেছে, জ্বালানী সাশ্রয় ও দূষণ নির্গমন কমানোর কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি চলতি বছরের প্রথম এক তৃতীয়াংশ জি ডি পি'তে সারা দেশে ইউনিট প্রতি জ্বালানী ক্ষয় ২.৬২ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ১.৫৪ শতাংশ কম। এ ছাড়াও, সালফার ডাই অক্সাইডের নির্গমনও দিন দিন কমছে। (লিলি)
|