বিশ্ব বাণিজ্য সংস্থার মহা পরিচালক প্যাস্কাল লামি ২৪ জুলাই জেনেভায় বলেছেন, কৃষি ও অকৃষি পণ্যের বাজারে প্রবেশ ধাকির সমস্যায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদের মধ্যে গুরুতর মতভেদ রয়ে গেছে। বিভিন্ন পক্ষের উচিত্ ব্যাপক চেষ্টা চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে মতভেদ দূর করার উপায় খুঁজে বের করা।
লামি এদিন বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণাঙ্গ প্রতিনিধি সম্মেলনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অষ্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত এবং চীন এই ৭টি দেশ ও অঞ্চলের অবস্থান সম্পর্কে অবহিত করেন।
লামি বলেন, উল্লেখিত ৭টি সদস্য দেশ ও অঞ্চলের বাণিজ্য ও কৃষি মন্ত্রীরা ২৩ জুলাই বিকেলে কৃষি ও অকৃষি পণ্যদ্রব্যের বাজারে প্রবেশাধিকার দেয়াসহ ৯টি বিষয়ে আলোচনা করেছেন। আলোচনা ২৪ জুলাই ভোর পর্যন্ত স্থায়ী হয়। কিন্তু শেষপর্যন্ত কোনো মতৈক্য হয়নি। তিনি ৭টি প্রধান সদস্য দেশ ও অঞ্চলকে ব্যাপক চেষ্টা চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে মতভেদ দূর করার তাগিদ দেন। (লিলি)
|