v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-24 21:13:22    
চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান নতুন উন্নয়ন সময়পর্বে রয়েছে

cri
     ১৯৭৮ সালে চীনে সংস্কার ও উন্মুক্তকরণ চালু হবার পর ৩০ বছর পার হয়ে গেছে । চীনের আর্থ-সামাজিক বিশেষ করে গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান উন্নয়নের ব্যাপারে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে । চীনে জিডিপির তিন ভাগের এক ভাগ অবদান গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলোর । গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে এক তৃতীয়াংশ কৃষকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে । গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান চীনের গ্রামাঞ্চল ও জেলা শহরের অর্থনীতির প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এর পাশাপাশি গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন শহর ও গ্রামাঞ্চলের বাজার অর্থনীতি ও সংস্কারকেও ত্বরান্বিত করেছে । বর্তমানে চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান নতুন দফা দ্রুত বিকাশের সময়পর্বে রয়েছে ।

    চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে । ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান প্রাথমিক বিকাশের পর্যায়ে ছিল । এ পাঁচ বছরের মধ্যে সরকারের সহায়ক নীতিমালার কল্যাণে গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান সার্বিক উন্মুক্তকরণের ভিত্তিতে বিকাশ লাভ করে । সংখ্যা ও গুণগত উত্কর্ষের দিক থেকে তা অনেক এগিয়ে যায় ।

    ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলো সার্বিক সংস্কার ও উন্নয়নের নতুন পর্যায়ে ছিল । এসময় সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি দ্বিতীয় উন্নয়নের পর্বে প্রবেশ করে ।

    নতুন শতাব্দি শুরু হওয়ার পর চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান ক্রমাগত বিকশিত হয়েছে । তা সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজ ও আধুনিক কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান তৃতীয় উন্নয়নের পর্যায়ে উন্নীত হয়েছে । বহু বছর ধরে চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান দশ বারো শতাংশ করে বাড়ছে ।

    প্রথমতঃ ২০০৭ সালে গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের বৃদ্ধির মূল্য ১৪.১ শতাংশ বেড়ে ৬৯৬২ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । ২০০৭ সালে চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের রফতানি পণ্যের মূল্য ৩০২০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে । যা চীনের রফতানি মোট মূল্যের ৩৪ শতাংশ ।

    দ্বিতীয়তঃ ২০০২ সাল থেকে প্রতি বছর চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের মুনাফা ও কর আদায়ের বৃদ্ধি হার মূল্য বৃদ্ধির গতির চেয়েও বেশি । গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের পণ্য উত্পাদন ও বিক্রির হার দাঁড়িয়েছে ৯৫ শতাংশেরও বেশি । ২০০৭ সালে চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান সরকারকে ৭৩৬.৬ বিলিয়ন ইউয়ান কর দিয়েছে । যা দেশের আদায়কৃত করের মোট মূল্যের ২০ শতাংশ ।

    তৃতীয়তঃ ২০০১ সাল থেকে চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মরত গ্রামীণ শ্রমিকের সংখ্যা আরো ২০ লাখ বেড়েছে । এ পর্যন্ত গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা দেড় কোটিতে দাঁড়িয়েছে । ২০০৭ সালে চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শ্রমিকদের বেতন ১৩৭০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।

    এ ছাড়াও গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষি উত্পাদনের জন্যও বিপুল অংকের অর্থ যোগানো হচ্ছে । ১৯৭৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলো কৃষি খাতে ৪০১.২ বিলিয়ন ইউয়ান ভর্তুকি দিয়েছে । ফলে কৃষি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং কৃষি প্রযুক্তিগত সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে ।

    যে সব গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান বেশি জ্বালানী সম্পদ ব্যবহার করে এবং অধিক দূষণ সৃষ্টি করে , সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে । এখন চীনের বিভিন্ন গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানে বার্ষিক অর্থ বিনিয়োগের পরিমাণ ২.৬ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি । এ সব গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা ও পণ্যের উত্কর্ষ পরীক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজারেরও বেশি ।

    চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানে কৃষি পণ্য প্রক্রিয়াকরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে । এর সঙ্গে সঙ্গে গ্রামীণ পরিসেবা শিল্পও দ্রুত বেড়েছে । ২০০৭ সালে গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প ও তৃতীয় শিল্পের উত্পাদন মূল্য আলাদা আলাদাভাবে ৩১ শতাংশ ও ২২ শতাংশ বেড়ে গেছে । কৃষিকে দেয়া গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানের ভর্তুকির পরিমাণ ২০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানে মোট ১১ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ।

    এ ছাড়াও চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলো জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃর্গমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

    এখন পূর্ব চীনের চিয়াং সু প্রদেশের উ সি শহরের আধুনিক কৃষি ও গ্রামীণ পর্যটন শিল্পের উন্নয়ন সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো ।

    উ সি শহরের গ্রামাঞ্চলে গ্রামীণ কৃষি উন্নয়নের সঙ্গে সঙ্গে গ্রামীন পর্যটন শিল্পও ব্যাপক বিকাশ লাভ করেছে ।

    কিছু দিন আগে অনুষ্ঠিত চীনের উ সি শহরের আধুনিক কৃষি মেলা'২০০৮-এ চীনের বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞ ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কৃষি আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বিষয়ক ৯৫টি প্রকল্প স্বাক্ষর করেছেন । এর মধ্যে বেশ কিছু সহযোগিতা প্রকল্প কৃষি পর্যটন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট । যেমন অবসর বিনোদনের জন্য ফু খাং ও ঔ লুং পার্ক নির্মাণের জন্য আলাদা আলাদাভাবে ৫ কোটি ও ১০কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করা হয়েছে ।

    খবরে প্রকাশ , এ পর্যন্ত উ সি শহরে মোট ৪০টি কৃষি পর্যটন স্থান গড়ে তোলা হয়েছে । অনুমান করা হচ্ছে , এ বছরের শেষ নাগাদ এ সংখ্যা পঞ্চাশে দাঁড়াবে । কৃষি পর্যটন শিল্প উন্নয়নের ফলে পর্যটকের সংখ্যা ও এ শহরের আয় বছরে বছরে বৃদ্ধি পাচ্ছে । গত বছর এ শহরের বিভিন্ন কৃষি পর্যটন স্থানের আয় ১৩ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে । পর্যটকের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে ।

    গত তিন বছর ধরে উ সি শহরে কৃষি খাতে সাড়ে ৬ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে । ৩ শোরও বেশি গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান ও অবসর বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছে ।