বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাক উই ছুনের সঙ্গে সিঙ্গাপুরে সাক্ষাত্ করেছেন। এটি চার বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে দু'পক্ষের মধ্যে কোনো আপস সীমাংসা হয় নি।
সাক্ষাত্ শেষে রাইস বলেন, উত্তর কোরিয়া সংশ্লিষ্ট কর্তব্য পালন বিষয়ে তিনি খুবই কঠোর সংকেত দিয়েছেন। তিনি আশা করেন, উত্তর কোরিয়া পরমাণু সমস্যায় যত দ্রুত সম্ভব সদিচ্ছা দেখাবে এবং উত্তর কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ সংক্রান্ত পরীক্ষা ও তত্ত্বাবধান ব্যবস্থা গ্রহণ করবে।
পাক উই ছুন যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার প্রতি শত্রুভাবাপন্ন নীতি পরিহার করার দাবি জানিয়েছেন। (লিলু)
|