v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-24 19:11:43    
অলিম্পিক গেমস চলাকালে যাতায়াত ও পরিবহন নিশ্চিত করার জন্য পেইচিং ইতিবাচক ব্যবস্থা নিচ্ছে

cri

    কিছু দিন আগে পেইচিংয়ে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনার জন্যে জোড় -বেজোড় নম্বরপদ্ধতি প্রয়োগ শুরু হয়েছে । যোগাযোগ বিভাগের এক পরিসংখ্যান অনুযায়ী এই পদ্ধতি চালু হওয়ার পর প্রতিদিন ৪০ লাখ মানুষ বাস ও সাবওয়ে ব্যবহার শুরু করবেন । গণ পরিবহনের সামর্থ্য বৃদ্ধিএবং জনসাধারণের যাত্রা নিশ্চিত করার জন্য পেইচিং ইতিবাচক ব্যবস্থা নিয়েছে ।

    ২০ জুলাই পেইচিংয়ে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনার জন্য জোড়-বেজোড় নম্বর পদ্ধতি প্রয়োগ শুরু হয়েছে । এই পদ্ধতি চালু হওয়া থেকে সৃষ্ট চাপ মোকাবেলা করার জন্য ১৯ জুলাই বিকেল পেইচিংয়ে নতুন তিনটি সাবওয়ে লাইন চালু হয়েছে । পেইচিং পৌর যোগাযোগ কমিশনের ভাইস চেয়ারম্যান চৌ চেনইউয়ু বলেন , এই তিনটি নতুন সাবওয়ে লাইন নিয়ে পেইচিংয়ে এখন মোট ২০০ কিলোমিটার দৈর্ঘ্যের৮টি রেললাইন চালু হলো।

    জানা গেছে , এই তিনটি নতুন রেললাইনের মোট দৈর্ঘ্য ৫৮ কিলোমিটার । এর মধ্যে অলিম্পিক গেমসের শাখা লাইন অলিম্পিক কেন্দ্রের মধ্য দিয়ে " বার্ড নেস্ট" ও " ওয়াটার কিউব"সহ কয়েকটি স্টেডিয়ামকে সংযুক্তকরেছে । ১০ নম্বর লাইন হল পেইচিংয়ের উত্তর -পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত একটি প্রধান লাইন । এই লাইন চুং কুয়াংছুন, এশিয়া ক্রীড়া পল্লী এবং সি বিডিসহ নানা গুরুত্বপূর্ণ অঞ্চলকে সংযুক্তকরেছে । বিমান বন্দরগামী লাইন ধরে তুং চিম্যান থেকে রাজধানী বিমান বন্দরে যাওয়া যায় । এই লাইন চালুর ফলে শহরের কেন্দ্রস্থল থেকে বিমানবন্দরে যেতে মাত্র ১৬ মিনিট সময় লাগে ।

    আল কায়দা টিভি কেন্দ্রের সংসবাদদাতা মামুন পেইচিংয়ে তিন বছর ধরে আছেন । অলিম্পিক গেমস উপলক্ষে সাবওয়ে লাইন চালু হওয়ায় তিনি খুব আনন্দিত । তিনি বলেন , এই লাইন খুব মজার । চারটি স্টেশনে বিভক্ত । প্রতিটি স্টেশন যথাক্রমে বসন্ত, গ্রীষ্ম, শরত এবং শীত চারটি ঋতুকে প্রতিনিধিত্ব করে । তাছাড়া খুব সহজ এবং নিরাপদ । সংবাদদাতা পল্লী , আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র এবং প্রধান তথ্য কেন্দ্রে সকল সংবাদদাতার জন্য এ লাইন বিশেষ সুবিধা এনে দেবে ।

    অনুমাণ করা হচ্ছে , এই তিনটি লাইন প্রতিদিন দশ লাখেরও বেশি যাত্রী পরিবহন করতে সক্ষম হবে । এর ফলে পেইচিংয়ের সাবওয়েলাইনের দৈনিক পরিবহন ক্ষমতা ৫০ লাখ পর্যন্ত বাড়বে ।

    নাগরিকরা যাতে সহজে ও সুষ্ঠুভাবে যাওয়া-আসা করতে পারেন তার জন্য বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে , গাড়ির মাঝখানে বিরতি কমানো হয়েছে এবং যাতায়াতের সময় স্থগিত রাখাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে । এ ছাড়া জোড়-বেজোড় নম্বরপদ্ধতি চালু হওয়ার কারণে বাসের গড় গতি ৩০ শতাংশ বেড়ে গেছে । সুতরাং সংশ্লিষ্ট বিভাগ অনুমাণ করেছে , এখন প্রতিদিনযাত্রীর সংখ্যা আগের চাইতে ২৮ লাখ বেশি হবে ।

    ধারণা করা হচ্ছে , আগষ্ট মাসে অলিম্পিক গেমস চলাকালে কয়েক লাখ বিদেশী দর্শক পেইচিং আসবেন । এ সম্পর্কে পেইচিং যোগাযোগ ও পরিবহন পরিচালনা কমিটির প্রধান লিউ সিয়াওমিং বলেন , এ জন্য পেইচিংয়ের যোগাযোগ বিভাগের নিয়ম অনুযায়ী অলিম্পিক গেমসের টিকিট ধারী দর্শকরা বিনাব্যায়ে কিছু বাস ও সাবওয়ে ধরতে পারবেন । তাছাড়া বিভিন্ন স্টেডিয়াম বা প্রতিযোগিতার মাঠে যাওয়া-আসার জন্য ৩৪টি বিশেষ বাস লাইনও খোলা হবে ।

    এখন পেইচিংয়ে অলিম্পিক গেমসের জন্য ১০টি বিশেষ লাইন আনুষ্ঠানিকভাবে চালু রয়েছে । আরও ২৪টি বিশেষ দ্রুত গতির লাইন ৯ আগষ্ট থেকে চালু হবে । বর্তমানপেইচিংয়ে মোট ৬০ হাজার ট্যাক্সি আছে । অলিম্পিক গেমস চলাকালে ৯৫ শতাংশেরও বেশি ট্যাক্সি চলাচল করবে । এই সব ব্যবস্থা চালু হওয়ায় ট্যাক্সিগুলো দিনে প্রায় ২৫ লাখ যাত্রী পরিবহন করতে পারবে ।

    জোড়-বেজোড় নম্বরপদ্ধতি প্রয়োগকালে পেইচিংয়ের নাগরিকরা ব্যাপকভাবে নিজের গাড়ির বদলে বাস বা সাবওয়ে ব্যবহার করবেন । পেইচিংয়ের অধিবাসী লুং স্যুয়েনস্যুন বলেন , আমি ছাত্রী, বেশির ভাগ সময় বাসে করে আমি যাতায়াত করি । গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনার জন্য জোড়-বেজোড় পদ্ধতি প্রয়োগ করার পর রাস্তায় গাড়ির সংখ্যা লক্ষ্যনীয়ভাবে কমেছে , রাস্তায় ভিড় নেই , বাসে করে বেরুলে আগের চাইতে অনেক সুবিধা হয় । চুং শাওলি