২৪ জুলাই ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ পরিচালনা বিভাগের অনুরোধে রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিস বলেছে, গণ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টা পর্যন্তসিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬৯ হাজার ১৯৭জন। আহতের সংখ্যা তিন লাখ ৭৪ হাজার ১৭৬জন এবং ১৮ হাজার ২০৯জন এখনো নিখোঁজ রয়েছে।
২৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত দেশ ও বিদেশের বিভিন্ন মহলের চাঁদা আর নানারকম ত্রাণসামগ্রী বাবদ মোট ৫৮.৫ বিলিয়ন ইউয়ান গ্রহণ করা হয়েছে। দুর্গত এলাকায় পাঠানো চাঁদা ও নানারকম সামগ্রীর মূল্য ২২.১ বিলিয়ন ইউয়ান।
অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত চীনের বিভিন্ন পর্যায়ের সরকার ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ৬১.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে।(লিলু)
|