আসিয়ানে চীনের রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে চীন-আসিয়ান সম্পর্কের গভীর উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ২৪ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা জানান।
২৩ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত চীন-আসিয়ান পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে চীন বলেছে, ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের জন্য চীন সরকার আসিয়ানে চীনা রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে লিউ চিয়ান ছাও বলেন, আসিয়ানে চীনা রাষ্ট্রদূত নিয়োগের লক্ষ্য হচ্ছে এর মাধ্যমে চীন আসিয়ানের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরো এগিয়ে নেয়া।
চীন-আসিয়ান সম্পর্ক উন্নয়নের চলমান প্রক্রিয়ায় চীন সন্তুষ্ট। দু'পক্ষের সহযোগিতার আরো হবে বলে চীন আশাবাদী এবং এর জন্য প্রতীক্ষায় রয়েছে।--ওয়াং হাইমান
|