উত্তর কোরিয়া ২৪ জুলাই সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে দক্ষিণপূর্ব এশিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তিতে প্রবেশ করেছে। এটি উত্তর কোরিয়া ও আসিয়ানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করার জন্য সহায়ক।
এদিন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাক উই ছুন আসিয়ানের দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেছে। এরপর পাক উই ছুন আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়েও ইয়ং বুনের হাতে দলিলটি তুলে দেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের মহাসচিব সুরিন পিটসুওয়ানকে তা হস্তান্তর করেন।
চলতি বছরের মে মাসে জর্জ ইয়েও ইয়ং বুন উত্তর কোরিয়া সফর করেন। সফরকালে তিনি আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে দক্ষিণপূর্ব এশিয়ার বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তিতে যোগ দেয়ার প্রস্তাব দেন। এ ব্যাপারে উত্তর কোরিয়া ইতিবাচক বিবেচনার কথা জানায়।(লিলু)
|