পাকিস্তান ও চীনের উচিত বেসরকারী বিনিময় জোরদার এবং দু'দেশের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে ২৩ জুলাই চীনের চুংতিয়ান বৈজ্ঞানিক বাণিজ্য লিমিটেড কোম্পানির প্রেসিডেন্ট ইয়ান লি চিনের সাক্ষাত্কালে মুশাররফ এ কথা বলেন।
মুশাররফ উল্লেখ করেন, চীন ও পাকিস্তানের মধ্যে গভীর মৈত্রীর সম্পর্ক রয়েছে। দীর্ঘকাল ধরে দু'দেশের বেসরকারী আদানপ্রদানের ক্ষেত্রে ইতিবাচক ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে। চুংতিয়ান বৈজ্ঞানিক বাণিজ্য লিমিটেড কোম্পানির প্রতিনিধিত্বকারী বহু চীনা কোম্পানি অনেক বছর ধরে দু'দেশের অর্থনৈতিক বিনিময় ও পাকিস্তানের অর্থনৈতিক নির্মাণকাজে বিরাট অবদান রেখে আসছে।
তিনি বলেন, পাকিস্তানে চীনা কোম্পানিগুলো দু'দেশের বেসরকারী বিনিময় ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ সেতু। তিনি ভবিষ্যতে আরো বেশি চীনা কোম্পানির পাকিস্তানে বিনিয়োগ এবং দু'দেশের বেসরকারী বিনিময় জোরদার করাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে পাকিস্তানে দেশজুড়ে জ্বালানি সংকট চলছে। তারা জরুরীভিত্তিতে উপযুক্ত উপায় ও সহযোগিতার অংশীদার খুঁজে বের করে বর্তমান জ্বালানি সমস্যা সমাধান করতে চায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|