সিন হুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে,চীনের লাসা শহরে ১৪ মার্চের সহিংসতার পর তিব্বতে পর্যটকের সংখ্যা খুবই কম ছিলো। সম্প্রতি এ সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। কিছু পর্যটন স্থানে পর্যটকের সংখ্যা ব্যাহতসর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া হয়েছে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, গত এপ্রিল মাসে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ১৬ হাজার পর্যটককে অভ্যর্থনা জানানো হয়েছে । মে থেকে জুন মাসে এসে এ সংখ্যা ২.১ লাখে দাঁড়িয়েছে। এ মাসে এ সংখ্যা ৩.৫ লাখে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক হিসেবে দেখা গেছে, তিব্বতের প্রধান প্রধান পর্যটক স্থানে পর্যটকের সংখ্যা গত বছরের গড় সংখ্যার কাছাকাছি।
|