২৩ জুলাই দারফুর অঞ্চল পরিদর্শনের সময় সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ আল-বশির বলেছেন, সুদান সরকার দারফুর অঞ্চলের শান্তি ও উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখবে।
সুদানের জাতীয় টেলিভিশন কেন্দ্রের খবরে জানা গেছে, এ দিন বশির উত্তর দারফুর অঙ্গরাজ্যের রাজধানী ফশিরের একটি সমাবেশে বলেন, আমরা সবাই জানি এখানে আইন পরিপন্থী ঘটনা ঘটছে। তবে শুরুতে আমরা দারফুর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি সুদানের বিভিন্ন রাজনৈতিক দল, সম্প্রদায় নেতা এবং সকল দারফুর সরকার বিরোধী সংস্থাকে শান্তি সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ জানান।
জানা গেছে, বশির ৩দিন ধরে দারফুর অঞ্চল পরিদর্শন করবেন। ২৩ জুলাই তিনি দারফুরের উত্তরাঞ্চলের কয়েকশ' শরণার্থীর সঙ্গে দেখা করেছেন এবং শরণার্থীদের জন্য কৃষি সাজ-সরঞ্জাম দেওয়ার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার প্রতিশ্রুতি দেন।
খোং চিয়া চিয়া
|