২৪ জুলাই চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের পরিসংখ্যান সূত্রে পিপলস ডেইলি পত্রিকার বিদেশ সংস্করণ জানিয়েছে, চলতি বছরের প্রথম ৬ মাসে, চীনের টেলিযোগাযোগ খাতের স্থিতিশীল উন্নয়ন হয়েছে। চীনের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটিরও বেশি।
পরিসংখ্যানে দেখা গেছে, প্রথম ৬ মাসে চীনের টেলিযোগাযোগ সেবার মোট মূল্য প্রায় ১.১ ট্রিলিয়ন ইউয়ান। গত বছরের তুলনায় যা প্রায় ২৬ শতাংশ বেশি। টেলিযোগাযোগ পরিসেবা থেকে আয় প্রায় ৪০ হাজার কোটি ইউয়ান। গত বছরের তুলনায় যা ৯.২ শতাংশ বেশি।
খোং চিয়া চিয়া
|