চীনের ১২তম আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যিক সম্মেলন ৮ সেপ্টেম্বর চীনের সিয়া মেন শহরে শুরু হবে।
চীনের আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যিক সম্মেলন হচ্ছে বর্তমান চীনের দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বৃহত্তম আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ মহা সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে গত ১১ বছরে ৭ হাজার ৭শ' কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৪৯টি দেশ ও অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা এবারের সম্মেলনে অংশ নেবে।
জানা গেছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত চীনে ৮০ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক পুঁজি ব্যবহার করা হয়েছে এবং চীনের বৈদেশিক অ-আর্থিক প্রত্যক্ষ পুঁজি প্রায় ১২ কোটি মার্কিন ডলার।
খোং চিয়া চিয়া
|