v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-24 15:47:00    
বুলগেরিয় রাষ্ট্রদূত এক বিশ্ব এক স্বপ্ন

cri

    শ্রোতাবন্ধুরা, আজকের " পেইচিং অলিম্পিক গেমস--২০০৮" অনুষ্ঠানে আপনারা চীনে বুলগেরিয়ার রাষ্ট্রদূত গিওর্গি পেইচিনভ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার একটি রেকর্ডিং ভিত্তিক রিপোর্ট শুনবেন। এর শীরোনাম হচ্ছে এক বিশ্ব এক স্বপ্ন।

    চীনে বুলগেরিয়ার রাষ্ট্রদূত গিওর্গি পেইচিনভ ২৫ বছর আগে প্রথম চীনে এসেছিলেন। তখন পেইচিংয়ের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং মানুষের অতিথেয়তা তার মনে প্রগাঢ় ছাপ ফেলেছিল। ২৫ বছর পর তিনি পুনরায় এসে দেখতে পান পেইচিং একটি উন্মুক্ত , প্রাণবন্ত ও বৃহত্ আধুনিক নগরীতে পরিণত হয়েছে। তিনি বলেন" এবার অলিম্পিক গেমস পেইচিংকে ব্যাপকভাবে বদলে দিয়েছে। অলিম্পিক জিমনেশিয়াম নির্মাণ , কেবল যে পেইচিংয়ের অধিবাসীদের জন্য নতুন ক্রীড়া স্থাপনা দিয়েছে তা নয়, বরং রাজধানী পেইচিংয়ের স্থাপত্য নির্মাণের ধারণাও বদলে দিয়েছে । শহরের সরঞ্জাম আমার মনেও প্রগাঢ় ছাপ ফেলেছে। যেমন নতুন নির্মিত সড়ক এবং বিমান বন্দর সম্প্রসারণ স্থাপন ইত্যাদি।"

    পেইচিনভ পেইচিংয়ে এসে প্রথম যে কাজটি করেছেন সেটি হলো অলিম্পিক জিমনেশিয়ামসহ কিছু কিছু অলিম্পিক স্থাপনা ঘুরে দেখা। বুলগেরিয় পুরুষ ভলিবল এবারের অলিম্পিক গেমসে বুলগেরিয়া যে দু'টি দলীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তার মধ্যে পুরুষ ভলিবল অন্যতম। সুতরাং পেইচিনভ নিজের ক্লান্তি উপেক্ষা করে অলিম্পিক গেমসের দু'টি ভলিবল জিমনেশিয়াম দেখতে গিয়েছেন। তিনি বলেন:" অলিম্পিক পার্ক, অলিম্পিক গ্রাম, বার্ড নেস্ট এবং ওয়াটার কিউব আমার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। এ ছাড়া, আমি বিশেষ করে পেইচিং লি কুং বিশ্ববিদ্যালয়ের এবং রাজধানি ক্রীড়া জিমনেশিয়ামের ভলিবল ভেন্যু পরিদর্শন করেছি। অলিম্পিক গেমসের সময় আমার দেশের খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নেবেন। এ দু'টি জিমনেশিয়ামের বিভিন্ন সুবিধা ও সরঞ্জামে আমি সন্তুষ্ট। আমি মনে করি, অলিম্পিক জিমনেশিয়ামের সকল স্থাপনায় চলমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে।"

    পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের চ্যালেঞ্জ সম্পর্কে পেইচিনভ বলেন, চীনের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সকল চেষ্টাই পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজনে নিশ্চিত করার জন্য। এ ব্যাপারে বর্তমানে দু'টি ক্ষেত্রের সমস্যা সমাধান করা জরুরি। একটি হচ্ছে যানজট সমস্যা নিরসন, অন্যাটি পরিবেশের অব্যাহত উন্নতির জন্য বায়ু দূষন কমানো। তিনি মনে করেন, পেইচিং অলিম্পিক গেমসের জন্য একটি সুষ্ঠু আবহাওয়া থাকা এবং অলিম্পিক সময়ে যানজট নিয়ন্ত্রণের জন্য চীনের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এতে অতীত অলিম্পিক গেমসের অভিজ্ঞতা গ্রহণ করে সংশ্লিষ্ট কার্যকর উদ্যোগ নেয়া উচিত। তিনি আশা করেন, পেইচিং অলিম্পিক গেমসের সুযোগে পেইচিং শহর পর্যটন উপযোগী একটি সুন্দর নগরী প্রতিষ্ঠা করবে। তিনি বলেন:" পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজিত হবে বলে আমরা সবাই আস্থাশীল। আমি আশা করি, বায়ূর গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে পেইচিং আরো বেশি অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে। এখন পরিবেশ সমস্যা সমাধানের ওপর চীন সরকার গভীর মনোযগের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ধারাবাহিক প্রশাসনিস উদ্যোগ নিয়েছে। এ সব উদ্যোগে ব্যাপক সফলতা এসেছে। বায়ূ দূষন সমস্যা সমাধানে চীন আরও বেশি বিশ্বব্যাপী সহযোগিতা চালাতে পারবে বলে আমি আশাবাদি।"

    সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের মশাল সুষ্ঠুভাবে ছুমোলাংমা পর্বতে পৌঁছানোর মধ্য দিয়ে অলিম্পিক গেমসের ইতিহাসে একটি নতুন অধ্যয়ন উন্মোচিত হয়েছে। এটি ছিল সকলের সম্মিলিত উচ্চাকাঙ্ক্ষা। তিনি বলেন:" অলিম্পিক গেমসের স্বাগতিক হওয়ার অধিকার পাওয়া হচ্ছে সকল চীনার সবচে' বড় গর্বের ব্যাপার। আমি মনে করি, যে একটি শহরকে অলিম্পিক গেমসের স্বাগতিক হওয়ার অধিকার দেওয়ার অর্থ হচ্ছে ঐ শহরটিকে অর্থনৈতিক সংস্কার এবং সমৃদ্ধিতে অর্জনের সুযোগ দেওয়া । পেইচিং অলিম্পিক গেমসের আগের অলিম্পিকগুলোর তুলনায় দু'টি পার্থক্য রয়েছে। একটি হচ্ছে ছুমোলাংমা পর্বতে মশাল আরোহণ। এটি একটি নতুন ঘটনা ও উদ্ভাবন, যা দ্বিতীয়। আরেকটি হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের মশালের সবচে' দীর্ঘযাত্রা এবং বিশ্বব্যাপী হস্তান্তর। এতে বিশ্বের বেশির ভাগ মানুষ একান্তভাবে অলিম্পিক চেতনা অনুভব করতে পেরেছেন।"

    পেইচিং অলিম্পিক গেমস শুধু চীনা জনগণের নয়, বরং তা বিশ্বের সকল জনগণের অলিম্পিক গেমস। পেইচিং অলিম্পিক গেমসের মশাল বিদেশে হস্তান্তরের সময় কিছু কিছু মানুষ বা সংস্থা মশাল হস্তান্তর পন্ড করার অপচেষ্টা করেছিল। পেইচিনভ বলেন, পেইচিং অলিম্পিক গেমসকে রাজনীতিকরণের অপচেষ্টা নিশ্চয় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন:" খেলোয়াড়রা একটি বিশেষ সম্প্রদায়। তারা অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য বহু বছর ধরে প্রচেষ্টা করেন। কোনো রাজনীতি কারণে খেলোয়াড়দেরকে অধিকার বঞ্চিত করা সম্ভব হবে না।"

    পেইচিনভ বলেন, অলিম্পিক গেমসের সঙ্গে বুলগেরিয়ার গভীর মৈত্রী রয়েছে । ১৮৯৬ সালে গ্রীসে অনুষ্ঠিত প্রথম আধুনিক অলিম্পিক গেমসে বুলগেরিয়া যোগ দিয়েছিল। অলিম্পিক গেমসের স্বাগতিক হওয়ার জন্য আবেদন করে তিনবার ব্যর্থ হলেও বুলগেরিয়া অব্যাহতভাবে অলিম্পিক গেমসের চেতনা অন্বেষণ করে যাবে। উল্লেখ্য, বুলগেরিয়ার ক্রীড়া ক্ষেত্রে অনেক বিখ্যাত খেলোয়াড় রয়েছেন। যেমন, বুলগেরিয়ার অলিম্পিক কমিটির চেয়ারম্যান নারীদের জাম্পে ২১ বছর ধরে বিশ্ব রেকর্ডধারী স্তেফকা কোস্তাদিনভা। আমি আশা করি, এবারের পেইচিং অলিম্পিক গেমসে বুলগেরিয়ার খেলোয়াড়রা বেশি পদক অর্জন পাবেন।

    পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সবাই প্রতীক্ষায় আছেন। চীন ৫৬ জাতির একটি বৃহত্তম দেশ। চীনের ইতিহাস অনেক পুরনো। এবারের পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চতভাবে চীনের নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে পেইচিনভ আস্থাশীল। --ওয়াং হাইমান