v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-23 21:17:48    
ছয়টি অলিম্পিক সহযোগী শহরের প্রস্তুতির কাজ শেষ(ছবি)

cri

    **পেইচিং অলিম্পিক গেমসের সহযোগী শহরের সরকারী কর্মকর্তারা ১৮ জুলাই বলেছেন, ছয়টি সহযোগী শহরের প্রস্তুতির কাজ মোটামুটি শেষ হয়েছে। চীনের ছিংতাও, হংকং, টিয়েনচিন, সাংহাই, শেনইয়াং ও ছিনহুয়াংতাও এই ছয়টি সহযোগী শহরের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা আছে। তারা অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর নির্মাণ, প্রতিযোগিতা আয়োজন, খেলার পরিসেবা, গণ মাধ্যমের পরিসেবা, নিরাপত্তা ও শহরের পরিবহন প্রভৃতি ক্ষেত্রের প্রস্তুতির কাজ মোটামুটি শেষ করেছে। জানা গেছে, আয়োজক শহর ছিংতাও অলিম্পিক ইতিহাসে প্রথম বারের মতো সমুদ্রেই ইয়টিং প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পদক দেবে। অশ্বারোহণ প্রতিযোগিতার আয়োজক হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল ঘোড়ার জন্য এয়ার-কন্ডিশনসহ পরিবেশ সম্মত আস্তাবল নির্মাণ করেছে। থিয়েনচিন আর অন্য চারটি সহযোগী শহর ফুটবল প্রতিযোগিতা আয়োজন করবে। এই পাঁচটি শহর ফুটবল মাঠের আশেপাশের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনা জোরদার করেছে।

চাং হোং

    ** পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের উপ-পরিচালক চাং হোং ১৬ জুলাই পেইচিংয়ে বলেন, পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সংক্রান্ত প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। এ মাসের প্রথম দিক থেকে স্বেচ্ছাসেবকরা ধারাবাহিক সেবা কাজ শুরু করেছে। পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকলে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রতিযোগিতার জন্য সরাসরি সেবা দেবেন। এর পাশাপাশি আরো ৪ লাখ স্বেচ্ছাসেবক শহরে ও স্টেডিয়ামগুলোর অদূরে পরামর্শ, ভাষা অনুবাদ ও জরুরী চিকিত্সাসহ নানা ধরনের সেবা দেবেন। স্বেচ্ছাসেবকের সংখ্যা আসন্ন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড় ও কোচদের মোট সংখ্যার চেয়ে অনেক বেশি। চাং হোং বলেন, 'আমি জনসাধারণের অংশগ্রহণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করি, আরো বেশি স্বেচ্ছাসেবক অলিম্পিক গেমসে অংশ নেবেন। এবং অলিম্পিক গেমস আয়োজনের প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের চেতনা সমাজের নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়বে।'

লিউ চিয়ান

    ** পেইচিংয়ের পাতাল রেলের ১০ নম্বর লাইনের প্রথম পর্যায়, বিমান বন্দর লাইন ও অলিম্পিক শাখা লাইনসহ তিনটি নতুন পাতাল রেল লাইন ১৯ জুলাই একসাথে চালু হয়েছে। পেইচিং এর ইতিহাসে প্রথম বারের মতো একই সঙ্গে তিনটি পাতাল রেল লাইন চালু হলো। এই তিনটি পাতাল রেল লাইনের দৈর্ঘ্য ৫৮ কিলোমিটার। এগুলোতে মোট ৩০টি স্টেশন আছে। এই তিনটি নতুন পাতাল রেল লাইনসহ বর্তমানে পেইচিংয়ে মোট আটটি লাইন রয়েছে। এর মোট দৈর্ঘ্য ২০০ কিলোমিটার এবং স্টেশনের সংখ্যা ১২৩টি। অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস চলাকালে অলিম্পিক শাখা লাইন বিশেষ করে অলিম্পিক গেমস সম্পর্কিত সংবাদদাতা, কর্মচারী ও দর্শকদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। পেইচিং পাতাল রেল পরিচালনা লিমিডেট কোম্পানির উপ-ব্যবস্থাপক লিউ চিয়ান বলেন, 'অলিম্পিক গেমসের সময় দর্শকরা প্রতিযোগিতার টিকিট নিয়ে বিনা খরচে অলিম্পিক শাখা লাইনের পাতাল রেলে ভ্রমণ করতে পারবেন। পেইতুচেন স্টেশনে নিরাপত্তা পরীক্ষা করার পর অলিম্পিক শাখা লাইনে ঢুকে অলিম্পিক পার্ক স্টেশনে নামলে জাতীয় স্টেডিয়াম ও জাতীয় সাঁতার কেন্দ্র মাত্র ৫ থেকে ১০ মিনিটের হাঁটা পথ।'

হুয়াং ইয়ু বিন

    ** এই সপ্তাহে পেইচিং অলিম্পিক গেমসের পবিত্র মশাল পর পর চিলিন, লিয়াওনিং ও শাংতুং প্রদেশে হস্তান্তর হয়েছে। হস্তান্তরের সময় স্থানীয় জনগণ তাদের নিজ নিজ রীতি অনুযায়ী অলিম্পিকের পবিত্র অগ্নির প্রতি নিজেদের আতিথেয়তা ও পেইচিং অলিম্পিক গেমসের ওপর প্রত্যাশা প্রদর্শন করেছেন এবং চীনের প্রতিনিধি দলকে শুভ কামনা করেছেন। লিয়াওনিং প্রদেশের আনশান শহরে মশাল যাত্রার সর্বশেষ মশাল বাহক চীনের জিমন্যাস্টিকস দলের প্রধান কোচ হুয়াং ইয়ু বিন বলেন, 'আশা করি, এবারের পেইচিং অলিম্পিক গেমসে চীনের অলিম্পিক প্রতিনিধি দলের স্বপ্ন বাস্তবায়িত হবে। এটা হচ্ছে আমার বড় আকাঙ্ক্ষা।' (ইয়ু কুয়াং ইউয়ে)